রাজ্যগুলির শাসনব্যবস্থা
ভারতের সংবিধান কেন্দ্র ও রাজ্যের মধ্যে সার্বভৌম ক্ষমতার বিভাজন করে দিয়েছে। অনুচ্ছেদ ৭৩-তে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা ততদূর পর্যন্ত বিস্তৃত যতদূর পর্যন্ত সংসদ আইন প্রণয়ন করতে পারে। আবার অনুচ্ছেদ ১৬২-তে বলা আছে একটি রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা ততদূর পর্যন্ত বিস্তৃত যতদূর পর্যন্ত রাজ্য বিধানসভা আইন প্রণয়ন করতে পারে। রামানাইয়া মামলার রায় দিতে গিয়ে সুপ্রিমকোর্ট এই অবস্থানকে এই বলে ব্যাখ্যা করেছেন যে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কার্যনির্বাহী ক্ষমতা একে অপরের পরিপূরক ও তাদের বিধানিক ক্ষমতা একে অপরের সঙ্গে সংগতিপূর্ণ।