logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

নিম্ন আদালত (Subordinate Courts)


  • রাজ্যের বিচারক ব্যবস্থা হাইকোর্ট ও নিম্ন আদালত নিয়ে গঠিত।

  • সারা দেশেই নিম্ন আদালতের কাঠামো একই প্রকার। প্রত্যেক জেলায় দুই ধরণের আদালত আছে-দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত। এরা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের তত্ত্বাবধানে কার্য সম্পাদন করে থাকে।

  • জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত হল জেলা জজের আদালত। এই আদালত দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করে।

  • যখন এক বিচারক দেওয়ানি মামলার বিচার করেন তখন তাঁকে বলা হয় জেলা জজ। যখন তিনি ফৌজদারি মামলার বিচার করেন তখন তাঁকে বলা হয় সেশন জাজ।

  • জেলা আদালত ছাড়াও রয়েছে সাব জজের আদালত, মুন্সেফ কোর্ট ইত্যাদি।

  • সেশন কোর্ট-এর নীচে আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আদালত, কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লির মতো মেট্রোপলিটন শহরের ম্যাজিস্ট্রেটকে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এছাড়া আছে সেকেন্ড ও থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের আদালত।