নিম্ন আদালত (Subordinate Courts)
রাজ্যের বিচারক ব্যবস্থা হাইকোর্ট ও নিম্ন আদালত নিয়ে গঠিত।
সারা দেশেই নিম্ন আদালতের কাঠামো একই প্রকার। প্রত্যেক জেলায় দুই ধরণের আদালত আছে-দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত। এরা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের তত্ত্বাবধানে কার্য সম্পাদন করে থাকে।
জেলার সর্বোচ্চ দেওয়ানি আদালত হল জেলা জজের আদালত। এই আদালত দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার করে।
যখন এক বিচারক দেওয়ানি মামলার বিচার করেন তখন তাঁকে বলা হয় জেলা জজ। যখন তিনি ফৌজদারি মামলার বিচার করেন তখন তাঁকে বলা হয় সেশন জাজ।
জেলা আদালত ছাড়াও রয়েছে সাব জজের আদালত, মুন্সেফ কোর্ট ইত্যাদি।
সেশন কোর্ট-এর নীচে আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আদালত, কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লির মতো মেট্রোপলিটন শহরের ম্যাজিস্ট্রেটকে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এছাড়া আছে সেকেন্ড ও থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের আদালত।