logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)


  • রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।

  • দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ও হিসাবশাস্ত্রে পারদর্শী কোনো ব্যক্তিই এই পদে নিযুক্ত হন।

  • কার্যকাল ৬ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত।

  • সংসদের দুই পক্ষের সদস্যদের সুপারিশক্রমে রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারেন।

  • তিনি হলেন জনগণের কোশাগার-এর অভিভাবক। তিনি কেন্দ্র ও রাজ্যের অর্থ-তহবিল ও হিসাব পরীক্ষা করেন এবং যাতে সংসদ বা সংশ্লিষ্ট রাজ্য বিধানমন্ডলের অনুমোদন ছাড়া কোনো টাকা কেন্দ্র বা রাজ্যের সঞ্চিত নিধি থেকে খরচ না হয় তা সুনিশ্চিত করেন।

  • তিনি কেন্দ্রের অডিট রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা করেন এবং রাষ্ট্রপতি সেটি সংসদে পেশ করেন। একইভাবে, তিনি রাজ্যের অডিট রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দেন এবং রাজ্যপাল তা সংশ্লিষ্ট রাজ্য বিধানমন্ডলে পেশ করেন।

  • এক কথায়, ক্যাগ জনসাধারণের অর্থের রক্ষাকর্তা।