কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ)
রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ও হিসাবশাস্ত্রে পারদর্শী কোনো ব্যক্তিই এই পদে নিযুক্ত হন।
কার্যকাল ৬ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত।
সংসদের দুই পক্ষের সদস্যদের সুপারিশক্রমে রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করতে পারেন।
তিনি হলেন জনগণের কোশাগার-এর অভিভাবক। তিনি কেন্দ্র ও রাজ্যের অর্থ-তহবিল ও হিসাব পরীক্ষা করেন এবং যাতে সংসদ বা সংশ্লিষ্ট রাজ্য বিধানমন্ডলের অনুমোদন ছাড়া কোনো টাকা কেন্দ্র বা রাজ্যের সঞ্চিত নিধি থেকে খরচ না হয় তা সুনিশ্চিত করেন।
তিনি কেন্দ্রের অডিট রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা করেন এবং রাষ্ট্রপতি সেটি সংসদে পেশ করেন। একইভাবে, তিনি রাজ্যের অডিট রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দেন এবং রাজ্যপাল তা সংশ্লিষ্ট রাজ্য বিধানমন্ডলে পেশ করেন।
এক কথায়, ক্যাগ জনসাধারণের অর্থের রক্ষাকর্তা।