logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

প্রধানমন্ত্রী (Prime Minister)


* প্রকৃত কার্যনির্বাহক।

* অন্যান্য সাংসদদের সমান বেতন পান (কিছু বিশেষ ভাতাও পান)।

* তিনি পদাধিকার বলে প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল ও ইন্টার স্টেট কাউন্সিলের চেয়ারম্যান হন।


ক্ষমতা (Powers)

  • রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদের অধিবেশন আহ্বান করতে ও স্থগিদ রাখতে পারেন।

  • প্রধানমন্ত্রী নির্দিষ্ট সময়ের আগেই লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করতে পারেন।

  • প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ নিয়োগ করতে পারেন।

  • তিনি মন্ত্রীদের কার্যভার বন্টন করেন। তিনি কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতিকে বলে তাকে বরখাস্ত করতে পারেন।

  • উচ্চপদস্থ আধিকারিকদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতিকে সাহায্য করেন।

  • যুদ্ধ, বহিরাক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন।

  • কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা বা অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার ব্যাপারে তিনি রাষ্ট্রপতিকে পরামর্শ দান করেন।

  • তিনি লোকসভা বা রাজ্যসভার নেতৃত্ব দেন।


ভারতের প্রধানমন্ত্রীগণ (Prime Minister of India)
নাম কার্যকাল
হতে পর্যন্ত
জওহরলাল নেহেরু ১৫.০৮.১৯৪৭ ২৭.০৫.১৯৬৪
গুলজারিলাল নন্দ ২৭.০৫.১৯৬৪ ০৯.০৬.১৯৬৪
লাল বাহাদুর শাস্ত্রী ০৯.০৬.১৯৬৪ ১১.০১.১৯৬৬
গুলজারিলাল নন্দ ১১.০১.১৯৬৬ ২৪.০১.১৯৬৬
ইন্দিরা গান্ধী ২৪.০১.১৯৬৬ ২৪.০৩.১৯৭৭
মোরারাজি দেশাই ২৪.০৩.১৯৭৭ ২৮.০৭.১৯৭৯
চরণ সিং ২৮.০৭.১৯৭৯ ১৪.০১.১৯৮০
ইন্দিরা গান্ধী ১৪.০১.১৯৮০ ৩১.১০.১৯৮৪
রাজীব গান্ধী ৩১.১০.১৯৮৪ ০১.১২.১৯৮৯
ভি.পি. সিং ০১.১২.১৯৮৯ ১০.১১.১৯৯০
চন্দ্রশেখর ১০.১১.১৯৯০ ২১.০৬.১৯৯১
পি.ভি. নরসিমহা রাও ২১.০৬.১৯৯১ ১৬.০৫.১৯৯৬
অটল বিহারী বাজপেয়ী ১৬.০৫.১৯৯৬ ০১.০৬.১৯৯৬
এইচ.ডি. দেবগৌড়া ০১.০৬.১৯৯৬ ২১.০৪.১৯৯৭
আই.কে. গুজরাল ২১.০৪.১৯৯৭ ১৯.০৩.১৯৯৮
অটল বিহারী বাজপেয়ী ১৯.০৩.১৯৯৮ ১৩.১০.১৯৯৯
অটল বিহারী বাজপেয়ী ১৩.১০.১৯৯৯ ২২.০৫.২০০৪
ডঃ মদনমোহন সিং ২২.০৫.২০০৪ ২৬.০৫.২০১৪
নরেন্দ্র মোদী ২৬.০৫.২০১৪ বর্তমান