স্পিকার (Speaker)
একজন সদস্যকে অযোগ্য বিবেচনা করা হবে যদি-
(ক) যদি তিনি স্বেচ্ছায় দলের সদস্যপদ ছেড়ে দেন।
(খ)যদি তিনি দলের ‘হুইপ’ অমান্য করেন।
(গ) যদি ৬০ দিনের বেশি লোকসভায় অনুপস্থিত থাকেন।
‘প্রটেম স্পিকার’ সদস্যদের শপথবাক্য পাঠ করেন।
লিখিতভাবে স্পিকারের কাছে ইস্তফা দিতে পারেন।
লোকসভায় স্পিকার সভাপতিত্ব করেন (তাঁর অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার)। সদস্যগণ নিজেদের মধ্য থেকে তাঁকে নির্বাচিত করেন।
লোকসভা ভেঙে যাওয়ার পরেও স্পিকার পরবর্তী লোকসভা গঠন না হওয়া পর্যন্ত তাঁর কাজ চালিয়ে যাবেন।
সাধারণত, স্পিকার তাঁর পদে নির্বাচিত হবার পর দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নিরপেক্ষভাবে কাজ করেন। প্রথমে তিনি ভোট দেবেন না, কিন্তু সমান সমান ভোট হলে তাঁর ণির্ণায়ক ভোট থাকবে এবং সেই ভোট তিনি প্রয়োগ করবেন।
লোকসভার স্পিকারগণ তালিকা (Speaker of Lok-Sabha) | ||
---|---|---|
নাম | কার্যকাল | |
হতে | পর্যন্ত | |
জি.ভি.মাভালঙ্কার | ১৫.০৫.১৯৫২ | ০৭.০২.১৯৫৬ |
এম.এ.আয়েঙ্গার | ০৮.০৩.১৯৫৬ | ১০.০৫.১৯৫৭ |
এম.এ.আয়েঙ্গার | ১১.০৫.১৯৫৭ | ০৬.০৪.১৯৬২ |
হুকুম সিং | ১৭.০৪.১৯৬২ | ১৬.০৩.১৯৬৭ |
এন. সঞ্জীব রেড্ডি | ১৭.০৩.১৯৬৭ | ১৯.০৭.১৯৬৯ |
ডঃ জি.এস. ধীলন | ০৮.০৮.১৯৬৯ | ১৯.০৩.১৯৭১ |
ডঃ জি.এস. ধীলন | ২২.০৩.১৯৭১ | ০১.১২.১৯৭৫ |
বালরাম ভগত | ০৫.০১.১৯৭৬ | ২৫.০৩.১৯৭৭ |
এন. সঞ্জীব রেড্ডি | ২৬.০৩.১৯৭৭ | ১৩.০৭.১৯৭৭ |
কে.ডি.হেগড়ে | ২১.০৭.১৯৭৭ | ২১.০১.১৯৮০ |
ডঃ বলরাম জাখর | ২২.০১.১৯৮০ | ১৫.০১.১৯৮৫ |
ডঃ বলরাম জাখর | ১৬.০১.১৯৮৫ | ১৮.১২.১৯৮৯ |
রবি রায় | ১৯.১২.১৯৮৯ | ০৯.০৭.১৯৯১ |
শিবরাজ পাটিল | ১০.০৭.১৯৯১ | ২২.০৫.১৯৯৬ |
পি.এ.সাংমা | ২৩.০৫.১৯৯৬ | ২৩.০৩.১৯৯৮ |
জি.এম.সি.বালযোগী | ২৪.০৩.১৯৯৮ | ২১.১০.১৯৯৯ |
জি.এম.সি.বালযোগী | ২৭.১০.১৯৯৯ | ০৩.০৩.২০০২ |
মনোহর যোশী | ১০.০৫.২০০২ | ২০.০২.২০০৪ |
সোমনাথ চ্যাটার্জী | ০৫.০৬.২০০৪ | ০২.০৬.২০০৯ |
মীরা কুমার | ০৩.০৬.২০০৯ | ১৮.০৫.২০১৪ |
সুমিত্রা মহাজন | ০৬.০৬.২০১৪ | ১৭.০৬.২০১৯ |
ওম বিড়লা | ১৯.০৬.২০১৯ | বর্তমান |
ভারতের একীকৃত সঞ্চিত ফান্ড থেকে তাঁর বেতন দেওয়া হয়।
স্পিকার তাঁর পদত্যাগপত্র ডেপুটি স্পিকারের কাছে পাঠান।
স্পিকারকে সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ ১৪ দিনের নোটিশ দিয়ে অপসারিত করতে পারেন (এই সময় তিনি অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন না)। তাঁর অপসারণের পর পরবর্তী স্পিকার দায়িত্বভার বুঝে না নেওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যেতে পারেন।