সংবিধানের সংশোধন সমূহ (Constitutional Amendment)
সংবিধান সংশোধনের পদ্ধতি-
তিনটি পদ্ধতি-
১. সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নাগরিকত্ব, রাজ্যে দ্বিতীয় কক্ষ সৃষ্টি বা বিলোপ, তপশীল জাতি ও উপজাতি সংক্রান্ত বিষয়ে এই পদ্ধতি প্রয়োগ করা হয়।
২. এই পদ্ধতিতে নিম্নলিখিত শর্তাবলি পূরণ করতে হয়-
(ক) প্রস্তাবটি উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠে পাস হতে হবে।
(খ) যতজন সদস্য হাজির আছেন তার-দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
(গ) এর পর উক্ত সংশোধনী বিলটি অন্তত অর্ধেক রাজ্য বিধানমণ্ডলের দ্বারা অনুমোদিত হতে হবে।
৩. এই পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির প্রথম দুটি শর্ত নিয়ে গঠিত। এখানে রাজ্যগুলির অনুমোদনের প্রয়োজন হয় না।
রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন, কেন্দ্র ও রাজ্যের নির্বাহক ক্ষমতা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিধানিক ক্ষমতা ভাগের বিষয়গুলি, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিষয়, সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব, অনুচ্ছেদ ৩৬৮ সংশোধন ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য।