রাজ্য বিধানসভা (State Legislature)
১. ইউনিক্যামেরাল (এক কক্ষ বিশিষ্ট)
২. বাইক্যামেরাল (দুই কক্ষ বিশিষ্ট)
বাইক্যামেরাল বিধানসভার খতিয়ান
বিহার | ৭৫ |
কর্ণাটক | ৭৫ |
মহারাষ্ট্র | ৭৮ |
উত্তরপ্রদেশ | ১০৮ |
অন্ধ্রপ্রদেশ | ৫০ |
তেলেঙ্গানা | ৪০ |
রাজ্য বিধানসভার অনুমোদনক্রমে বিধান পরিষদ গঠন বা বিলোপ করা যায়।
দ্রষ্টব্যঃ
আইন ও ন্যায়বিচারের উপর যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ই. এম. সুদর্শন নাচিপ্পানের নেতৃত্বে গঠিত হয়েছিল তাঁরা অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ গঠনের সুপারিশ করেছে, যেটি ২০ বছর আগে ১৯৮৫ সালে বিলুপ্তিকরণ হয়েছিল।