জাতীয় প্রতীক (National Emblem)
ভারতের জাতীয় প্রতীক ‘সারনাথ সিংহ’ অশোকের সারনাথ স্তম্ভ, যা সারনাথের প্রদর্শনশালায় রক্ষিত, তা থেকে নেওয়া হয়েছে।
ভারত সরকার এই অশোকস্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।
সারনাথ স্তম্ভে আছে চারটি সিংহ যারা অপরের পিছন করে দন্ডায়মান একটি পিঠিকার উপর যেটি কারুকার্য করা এবং যাতে একটি হাতি, একটি ছুটন্ত ঘোড়া, একটি ষাঁড় এবং একটি সিংহের স্থাপত্য আছে যা আলাদা করা যছে ঘণ্টাকৃতি একটি পদ্মের উপর চক্রের স্থাপত্য দিয়ে। একটি পালিশ করা বেলেপাথর থেকে এই স্তম্ভটি তৈরি যার মাথার উপর ‘ধর্মচক্র’ রয়েছে।
আমাদের জাতীয় প্রতীকে তিনটি সিংহ দৃশ্যমান, কারণ চতুর্থটি আমাদের দৃষ্টিপথের পিছনে লুক্কায়িত অবস্থায় আছে। পিঠিকার কেন্দ্রে একটি চক্র যার ডানদিকে একটি ষাঁড় এবং বামদিকে একটি ঘোড়া এবং একেবারে ডান ও বাম দিকে অন্য চক্রগুলির অবয়ব দেখা যায়।
পিঠিকার নীচে দেবনগরী হরফে ‘সত্যমেব জয়তে’ শব্দগুলি লেখা আছে, যা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া এবং যার অর্থ হল ‘একমাত্র সত্যই জয়লাভ করে’।