ভারত ভূখণ্ড ও তার সীমানা (The Union and Its Territory)
ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১-এ বলা হয়েছে, ‘ইন্ডিয়া অর্থাৎ ভারত কতকগুলি রাজ্যের একটি সংঘ হবে’। ‘যুক্তরাষ্ট্র’ শব্দটির বদলে ‘সংঘ’ শব্দটি ব্যবহার করা হয়েছে কিছু সুবিধার জন্য। একক রাজ্যগুলির মধ্যে কোনোরকম চুক্তির ফলে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হয় নি, আবার যে রাজ্যগুলি নিয়ে এই যুক্তরাষ্ট্র গঠিত হয়েছে তার কোনোটিরই যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার অধিকার নেই।
কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু রাজ্যসংঘের অন্তর্ভুক্ত নয়। আবার ভারত ভূখন্ডের সীমানা বলতে রাজ্যসংঘ, কেন্দ্রশাসিত অঞ্চল ও ভারতের দ্বারা অর্জিত সীমানাকেও বোঝায়। জম্মু ও কাশ্মীরকে অনুচ্ছেদ ৩৭০ অনুযায়ী বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে, যা ১৯৫২ সালের ১৭ই নভেম্বর থেকে কার্যকর হয়েছে। সংবিধান সভা জম্মু ও কাশ্মীরের জন্য একটি পৃথক সংবিধান রচনা করে যা ১৯৫৭ সালের ২৬শে জানুয়ারি থেকে কার্যকর হয়।