সংবিধান রচনার দায়িত্ব প্রাপ্ত কমিটি (Drafting Committee)
ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত করার দায়িত্ব দিয়ে সংবিধান রচনার দায়িত্ব প্রাপ্ত কমিটি ২৯ আগস্ট, ১৯৪৭ সালে তৈরি হয়, যা ১৯৪৭ সালের জুলাই মাস থেকে ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গণপরিষদের কর্মাবকাশের মধ্যে গঠিত হয়েছিল।
এর সদস্যগণ ছিলেন :
১. ডঃ বি. আর. আম্বেদকর-সভাপতি
২. এন. গোপাল স্বামী আয়েঙ্গার
৩. আল্লাদী কৃষ্ণস্বামী আইয়ার (প্রখ্যাত আইনজ্ঞ)
৪. সঈদ মহম্মদ সাইদুল্লা
৬. এন. মাধবরাও (বি. এল. মিত্র-র পরিবর্তে)
৭. ডি. পি. খৈতান (টি কৃষ্ণমাচারী, ১৯৪৮ সালে খৈতান-এর মৃত্যুর পর)।
গণপরিষদের কার্য পক্রিয়া (Functioning of the Constituent Assembly)
বি. এন. রাও গণপরিষদের আইনগত উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়।
১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয় সেখানে ডঃ সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন। ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বর ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন।
সংবিধান রচনার জন্য গণপরিষদের ১৩টি কমিটি তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ কমিটিগুলি ছিলঃ
কমিটি | চেয়ারম্যান |
---|---|
কেন্দ্রীয় ক্ষমতা সমিতি | জে. এল. নেহেরু |
মৌলিক অধিকার ও সংখ্যালঘু সমিতি | ভি. বি. প্যাটেল |
সংবিধান সমিতি | ভি. বি. প্যাটেল |
কেন্দ্রীয় সংবিধান সমিতি | জে. এল. নেহেরু |
খসড়া সমিতি | বি. আর. আম্বেদকর |
পতাকা বিষয়ক সমিতি | জে. বি. কৃপালিনী |
পরিচালনা সমিতি | কে. এম. মুন্সী |
এই সমস্ত সমিতি তাদের রিপোর্ট পেশ করার পর সেগুলি বিস্তারিত ভাবে গণপরিষদ বা সংবিধান সভায় আলোচিত হয়েছিল।