logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

সংবিধান রচনার দায়িত্ব প্রাপ্ত কমিটি (Drafting Committee)


ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুত করার দায়িত্ব দিয়ে সংবিধান রচনার দায়িত্ব প্রাপ্ত কমিটি ২৯ আগস্ট, ১৯৪৭ সালে তৈরি হয়, যা ১৯৪৭ সালের জুলাই মাস থেকে ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গণপরিষদের কর্মাবকাশের মধ্যে গঠিত হয়েছিল।

এর সদস্যগণ ছিলেন :

  • ১. ডঃ বি. আর. আম্বেদকর-সভাপতি

  • ২. এন. গোপাল স্বামী আয়েঙ্গার

  • ৩. আল্লাদী কৃষ্ণস্বামী আইয়ার (প্রখ্যাত আইনজ্ঞ)

  • ৪. সঈদ মহম্মদ সাইদুল্লা

  • ৬. এন. মাধবরাও (বি. এল. মিত্র-র পরিবর্তে)

  • ৭. ডি. পি. খৈতান (টি কৃষ্ণমাচারী, ১৯৪৮ সালে খৈতান-এর মৃত্যুর পর)।


গণপরিষদের কার্য পক্রিয়া (Functioning of the Constituent Assembly)

  • বি. এন. রাও গণপরিষদের আইনগত উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়।

  • ১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয় সেখানে ডঃ সচিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন। ১৯৪৬ সালের ১১ই ডিসেম্বর ডঃ রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন।

  • সংবিধান রচনার জন্য গণপরিষদের ১৩টি কমিটি তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ কমিটিগুলি ছিলঃ

কমিটি চেয়ারম্যান
কেন্দ্রীয় ক্ষমতা সমিতি জে. এল. নেহেরু
মৌলিক অধিকার ও সংখ্যালঘু সমিতি ভি. বি. প্যাটেল
সংবিধান সমিতি ভি. বি. প্যাটেল
কেন্দ্রীয় সংবিধান সমিতি জে. এল. নেহেরু
খসড়া সমিতি বি. আর. আম্বেদকর
পতাকা বিষয়ক সমিতি জে. বি. কৃপালিনী
পরিচালনা সমিতি কে. এম. মুন্সী

এই সমস্ত সমিতি তাদের রিপোর্ট পেশ করার পর সেগুলি বিস্তারিত ভাবে গণপরিষদ বা সংবিধান সভায় আলোচিত হয়েছিল।