logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

সংবিধানের বিধিবদ্ধকরণ (Enactment of the Constitution)


  • খসড়া কমিটি সংবিধানের একটি খসড়া প্রস্তুত করেন এবং ১৯৪৮ সালের ৪ই ফেব্রুয়ারি মাসে তা জনসাধারণের মতামত ও প্রতিক্রিয়া প্রদানের জন্য প্রকাশ করা হয় (প্রথম পাঠ)। এই বিষয়ের উপর সংবিধান সভার সাধারণ আলোচনা হয়েছিল যা পাঁচদিন ধরে চলেছিল।

  • খসড়া সংবিধানের উপবন্ধগুলি নিয়ে বিচার-বিবেচনা করার জন্য ১৯৪৮ সালের ১৫ই নভেম্বর সংবিধান সভার পরবর্তী বৈঠক বসে (দ্বিতীয় পাঠ)। এই পর্বে ৭৬৫৩টি সংশোধনী প্রস্তাব করা হয়, যার মধ্যে ২৪৭৩টি সংবিধান সভায় আলোচনা হয়।

  • তৃতীয় পাঠের জন্য সংবিধান সভার বৈঠক শুরু হয় ১৯৪৯ সালের ১৪ই নভেম্বর এবং শেষপর্যন্ত এটি ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে গৃহীত হয়। সংবিধান সভার সর্বশেষ অধিবেশন বসে ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি সেখানে ডঃ রাজেন্দ্র প্রসাদকে সর্বসম্মতভাবে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। গণপরিষদ বা সংবিধান সভার ২৪৮ জন সদস্য ভারতীয় সংবিধানের সরকারি নথিতে স্বাক্ষর করেছিলেন যা ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে কার্যকর হয় এবং ওই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে খ্যাত ও উৎজাপিত হয়।

  • একটি প্রস্তাবনা, ৩৯৫টি অনুচ্ছেদ (আর্টিকেল) ও ৮টি তপশিল (সিডিউল)সমেত ভারতের সংবিধান ২৬শে নভেম্বর ১৯৪৯ সালে গৃহীত হয়। বর্তমানে ভারতের সংবিধানে ১২টি তপশীল আছে।

  • সংবিধান সভা ভারতের সংবিধানটি রূপদান করতে দুই বছর এগারো মাস আঠারো দিন সময় নিয়েছিল।

  • যদিও ভারতের সংবিধান ১৯৪৯ সালের ২৬শে নভেম্বরই পেস্তুত হয়ে গিয়েছিল ও গৃহীত হয়েছিল, কিন্তু এটিকে কার্যকর করার জন্য ২৬শে জানুয়ারি ১৯৫০ পর্যন্ত অপেক্ষা করা হয়। কারণ ১৯২৯ সালের এই দিনটিকে লাহোর অশিবেশনে জওহরলাল নেহেরুর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ দাবি করেছিল।

  • সংবিধান সভা ভারতের জাতীয় পতাকা সরকারিভাবে গ্রহণ করে ২২শে জুলাই, ১৯৪৭ সালে। এটির নকশা প্রস্তুত করেছিলেন অন্ধ্রপ্রদেশের পিঙ্গলি ভেঙ্কাইয়া।