মন্ত্রীপরিষদ (Council of Ministers)
রাষ্ট্রপতি মন্ত্রীপরিষদের পরামর্শমতো কাজ করেন।
তিন ধরণের মন্ত্রী আছেন।
- (ক) ক্যাবিনেট মন্ত্রী-প্রকৃত নীতি প্রণেতা। ক্যাবিনেটের বৈঠকে অন্য মন্ত্রীরা অংশগ্রহণ করেন না।
- (খ) রাষ্ট্রমন্ত্রী-স্বাধীন দায়িত্ব পেতে পারেন অথবা কোনো ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে যুক্তও থাকতে পারেন।
- (গ) ডেপুটি মন্ত্রী-কোনো আলাদা দায়িত্ব পান না।
যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন।
এনারা যৌথভাবে কাজ করেন। একে যৌথ দায়িত্ব বলা হয়। একজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা হলে পুরো মন্ত্রীসভা পদত্যাগ করতে বাধ্য হয়।
কোনো ব্যক্তি পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য না হয়েও সর্বাধিক ছয় মাসে মন্ত্রী থাকতে পারেন।
একজন মন্ত্রী পার্লামেন্টের কোনো কক্ষের সদস্য থাকাকালীন অন্য কক্ষের কাজে অংশগ্রহণ করতে পারেন যদিও যে কক্ষের তিনি সদস্য নন সেই কক্ষে ভোটদানের ক্ষমতা তাঁর নেই।