ভারত সরকারের মর্যাদার দিক থেকে নিম্নতম পদের সারণি
১. রাষ্ট্রপতি
২. উপরাষ্ট্রপতি
৩. প্রধানমন্ত্রী
৪. রাজ্যের রাজ্যপাল (তাঁদের সংশ্লিষ্ট রাজ্যের মধ্যে)
৫. প্রাক্তন রাষ্ট্রপতি
৫. উপ প্রধানমন্ত্রী
৬. ভারতের প্রধান বিচারপতি
লোকসভার অধ্যক্ষ
৭. কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী
সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
ডেপুটি চেয়ারম্যান, প্ল্যানিং কমিশন
প্রাক্তন প্রধানমন্ত্রী
রাজ্যসভা ও লোকসভার বিরোধী দলনেতা।
৭এ. ভারতরত্ন সম্মান প্রাপক
৮. কমনওয়েলথ্ জেলাভুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূত যারা ভারতে কর্মরত
সংশ্লিষ্ট রাজ্যের বাইরে মুখ্যমন্ত্রী
রাজ্যপাল-সংশ্লিষ্ট রাজ্যের বাইরের
৯. সুপ্রিমকোর্টের বিচারপতি
৯. মুখ্য নির্বাচন কমিশনার
কম্পট্রোলার ও অডিটর জেনারেল
১০. ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভা
রাজ্যের উপমুখ্যমন্ত্রী
ডেপুটি স্পিকার, লোকসভা
প্ল্যানিং কমিশনের সদস্য
কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী
১১. ভারতের অ্যাটর্নি জেনারেল,
ক্যাবিনেট সেক্রেটারি
লেঃ গভর্নর (তাঁর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে)
১২. বাহিনীর সর্বাধিনায়ক যিনি জানারেল পদমর্যাদার
১৩. ভারতে আসা দূত ও বৈদেশিক মন্ত্রী
১৪. রাজ্য বিধানমণ্ডলের চেয়ারম্যান ও স্পিকার (রাজ্যের মধ্যে)
১৪. হাইকোর্টের প্রধান বিচারপতি (উক্ত রাজ্যের ক্ষেত্রে)
১৫. রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী (রাজ্যের মধ্যে)
কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী (কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে)
কেন্দ্রের ডেপুটি মন্ত্রী
১৬. বাহিনীর প্রধান যিনি লেঃ জেনারেল পদমর্যাদার
১৭. চেয়ারম্যান, ক্যাট
চেয়ারম্যান,মাইনরিটি কমিশন
চেয়ারম্যান, এস সি অ্যান্ড এস টি কমিশন
চেয়ারম্যান, ইউ পি এস সি
হাইকোর্টের প্রধান বিচারপতি (রাজ্যের বাইরের)
হাইকোর্টের বিচারপতি (সংশ্লিষ্ট রাজ্যের মধ্যে)
১৮. রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী (সংশ্লিষ্ট রাজ্যের বাইরে)
রাজ্য বিধানমণ্ডলের চেয়ারম্যান ও স্পিকার (সংশ্লিষ্ট রাজ্যের বাইরে)
চেয়ারম্যান, এম আর টি পি কমিশন
রাজ্য বিধানমণ্ডলের ডেপুটি চেয়ারম্যান ও ডেপুটি স্পিকার (রাজ্যের মধ্যে)
কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী (কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে)
কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার স্পিকার (কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে)
১৯. কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য কমিশনার যার মন্ত্রীপরিষদ নেই (নিজের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে)
রাজ্যের ডেপুটি মন্ত্রী (রাজ্যের মধ্যে)
কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার ডেপুটি স্পিকার (নিজ অঞ্চলের মধ্যে)
২০. রাজ্য বিধানসভার ডেপুটি চেয়ারম্যান ও ডেপুটি স্পিকার (নিজ রাজ্যের বাইরে)
রাজ্যমন্ত্রী (রাজ্যের বাইরে)
হাইকোর্টের বিচারপতি (রাজ্যের বাইরে)
২১. সাংসদ
২২. ডেপুটি মিনিস্টার (সংশ্লিষ্ট রাজ্যের বাইরে)
২৩. আর্মি কমান্ডার/সেনাবাহিনীর ভাইস চিফ বা অন্য চাকরির সম পদমর্যাদার ব্যক্তি।
রাজ্যের মুখ্যসচিব (রাজ্যের মধ্যে)
কমিশনার-ভাষাগত সংখ্যালঘুদের
কমিশনার-তপশিল জাতি ও উপজাতি
সদস্য, মাইনরিটি কমিশন
জেনারেল বা সমমর্যাদার ব্যক্তি
ভারত সরকারের সচিব (পদাধিকার বলে অফিসে থাকা ব্যক্তি সহ)
সেক্রেটারি, মাইনরিটি কমিশন
রাষ্ট্রপতির সচিব
প্রধানমন্ত্রীর সচিব
রাজ্যসভা ও লোকসভার সচিব
সলিসিটর জেনারেল
ভাইস চেয়ারম্যান, ক্যাট
২৪. লেঃ জেনারেল বা সমমর্যাদার আধিকারিক
২৫. সরকারের অতিরিক্ত সচিব
অতিরিক্ত সলিসিটর জেনারেল
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল
চেয়ারম্যান, টারিফ কমিশন
চার্জড অ্যাফেয়ার অ্যান্ড অ্যাক্টিং হাই কমিশনার
রাজ্যের মুখ্যসচিব (রাজ্যের বাইরে)
ডেপুটি ক্যাগ
কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার ডেপুটি স্পিকার (অঞ্চলের বাইরে)
ডাইরেক্টর, সি বি আই
ডাইরেক্টর জেনারেল, বি এস এফ
ডাইরেক্টর জেনারেল, সি আর পি এফ
ডাইরেক্টর, আই বি
লেঃ গভর্নর (কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরে)
সদস্য, ক্যাট
সদস্য, এম আর টি পি কমিশন
কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী (অঞ্চলের বাইরে)
সেনাবাহিনীর প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার এবং মেজর পদমর্যাদার ব্যক্তি
কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার অধ্যক্ষ এবং দিল্লি মেট্রোপলিটান
কাউন্সিলের চেয়ারম্যান (অঞ্চলের বাইরে)
২৬. ভারত সরকারের যুগ্ম সচিব ও সম পদমর্যাদার আধিকারিক
মেজর জেনারেল বা সম পদমর্যাদার আধিকারিক।