logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

নির্বাচন কমিশন (Election Commission)


  • ভারতের সংবিধান অবাধ ও সুষ্ঠুভাবে সংসদ, রাজ্য বিধানমন্ডল এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচণ করার লক্ষ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশন তৈরির বিধান দিয়েছে।

  • এই নির্বাচন কমিশন মুখ্য নির্বাচন কমিশনার ও দুজন নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত হয়। এঁরা প্রত্যেকে সমান ক্ষমতা ভোগ করেন।

  • রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন এবং তাঁর পরামর্শক্রমে অন্য নির্বাচন কমিশনারদের ও নিয়োগ করেন। অনুচ্ছেদ ৩২৪-তে সাধারণ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের পরামর্শক্রমে আঞ্চলিক কমিশনার নিয়োগের বিধান আছে।

  • নির্বাচন কমিশনাররা পাঁচ বছরের কার্যকালের জন্য নিযুক্ত হন।

  • তাঁদের পুনর্নিবাচিত করার কোনো ব্যবস্থা নেই। অবসরের পর তাঁরা কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারেন না।

  • অনুচ্ছেদ ৩২৪-এ নির্বাচন কমিশনারের সংখ্যার কোনো ঊর্ধ্বসীমা বলা নেই। ১৯৯০ সালে দীনেশ গোস্বামী কমিটি তিন সদস্যের নির্বাচন কমিশনের সুপারিশ করেন। এবং গঠনের সময় প্রধান বিচারপতি ও বিরোধী দলনেতার পরামর্শ নেওয়ার কথাও বলা হয়। (অনুচ্ছেদ-৩২৪ সংশোধন করা হয়)।

  • সুপ্রিমকোর্টের একজন বিচারপতিকে যেভাবে অপসারিত করা যায় সেই পদ্ধতিতেই মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে অপসারিত করা যায়। মুখ্য নির্বাচন কমিশনারকে সাংসদে পাস করা সংকল্পের ভিত্তিতে সংসদের উভয়কক্ষের বিশেষ সংখ্যাধিক্য ও প্রামাণিত অসদাচরণ বা অযোগ্যতার কারণে রাষ্ট্রপতি অপসারণ করতে পারেন। অন্য নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনার সুপারিশ অপসারিত করতে পারেন।


কার্য সম্পাদন (Functions)

  • আধুনিক ও সময়োপযোগী ইলেক্‌টোরাল রোল ও ভোটার তালিকা তৈরি করা। এই নির্বাচক তালিকা প্রতি বছর সংশোধন করা হয়। ১লা জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হয়ে গেছে তাদের নাম নথিভুক্ত করা হয় ও নির্বাচন ক্ষেত্রের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যারা মারা গেছেন বা অন্য নির্বাচন ক্ষেত্রে চলে গেছেন তাদের নাম বাদ দেওয়া হয়।

  • সমস্ত রাজনৈতিক দলের জন্য আদর্শ আচরণবিধি তৈরি করা।

  • বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতী দেওয়া ও তাদের জন্য প্রতীক চিহ্ন বরাদ্দ করা।

  • নির্বাচন-আয়োজন সংক্রান্ত বিতর্কের নিষ্পত্তি করার জন্য নির্বাচন অফিসার নিয়োগ করা।

  • নির্বাচনে যিনি প্রার্থী তাঁর নির্বাচনী খরচের হিসাব পরীক্ষা করা।


ভারতের মুখ্য নির্বাচন কমিশনারগণ (Chief Election Commissioners of India)
নাম কার্যকাল
হতে পর্যন্ত
সুকুমার সেন ২১.০৩.১৯৫০ ১৯.১২.১৯৫৮
কে. ভি. কে. সুন্দরম ২০.১২.১৯৫৮ ৩০.১২.১৯৬৭
এস. পি. সেন ভার্মা ০১.১০.১৯৬৭ ৩০.০৯.১৯৭২
ডঃ নগেন্দ্র সিং ০১.১০.১৯৭২ ০৬.০২.১৯৭৩
টি. স্বামীনাথন ০৭.০২.১৯৭৩ ১৭.০৬.১৯৭৭
এস. এল. শাকধর ১৮.০৬.১৯৭৭ ১৭.০৬.১৯৮২
আর. কে. ত্রিবেদী ১৮.০৬.১৯৮২ ৩১.১২.১৯৮৫
আর. ভি. এস. পেরি শাস্ত্রী ০১.০১.১৯৮৬ ২৫.১১.১৯৯০
শ্রীমতী ভি. এস. রামা দেবী ২৫.১১.১৯৯০ ১২.১২.১৯৯০
টি. এন. সেশন ১২.১২.১৯৯০ ১১.১২.১৯৯৬
এম. এস. গিল ১২.১২.১৯৯৬ ১৩.০৬.২০০১
জে. এম. লিংডো ১৪.০৬.২০০১ ১৬.০২.২০০৪
টি. এস. কৃষ্ণমূর্তি ১৭.০২.২০০৪ ১৬.০৫.২০০৫
বি. বি. ট্যান্ডন ১৬.০৫.২০০৫ ২৯.০৬.২০০৬
এন. গোপালাস্বামী ৩০.০৬.২০০৬ ২০.০৪.২০০৯
নবীন চাওলা ২০.০৪.২০০৯ ২৯.০৭.২০১০
এস. ওয়াই. কুরেশি ৩০.০৭.২০১০ ১০.০৬.২০১২
ভি. এস. সম্পথ ১১.০৬.২০১২ ১৫.০১.২০১৫
এইচ. এস. ব্রহ্ম ১৫.০১.২০১৫ ১৮.০৪.২০১৫
নাসিম জাইদি ১৯.০৪.২০১৫ ০৬.০৭.২০১৭
আঁচল কুমার জ্যোতি ০৬.০৭.২০১৭ ২৩.১০.২০১৮
ওমপ্রকাশ রাওয়াত ২৩.০১.২০১৮ ০২.১২.২০১৮
সুনিত অরোরা ০২.১২.২০১৮ ১২.০৪.২০২১