logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

সংবিধানের ভাগ (Parts of the Constitution)


ভাগ-১ (অনুচ্ছেদ ১-৪)

  • ভারতের রাজ্যক্ষেত্র, নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম পরিবর্তন ইত্যাদি।

ভাগ-২ (অনুচ্ছেদ ৫-১১)

  • নাগরিকদের বিভিন্ন অধিকার।

ভাগ-৩ (অনুচ্ছেদ ১২-৩৫)

  • ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার।
  • (অনুচ্ছেদ ৩১-সম্পত্তির অধিকার-৪৪তম সংশোধনার দ্বারা বাতিল)

ভাগ-৪ (অনুচ্ছেদ ৩৬-৫১)

  • রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি।

ভাগ-৪ ক(অনুচ্ছেদ ৫১ক)

  • নাগরিকদের কর্তব্য। ১৯৭৬ সালের ৪২তম সংশোধনার মাধ্যমে যুক্ত।

ভাগ-৫ (অনুচ্ছেদ ৫২-১৫১)

  • কেন্দ্রীয় সরকারি নির্বাহিকবর্গ (কাজ ও কর্তব্য-প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, পার্লামেন্ট-লোকসভা ও রাজ্যসভা, কন্ট্রোলার ও অডিটর জেনারেল)

ভাগ-৬ (অনুচ্ছেদ ১৫২-২৩৭)

  • রাজ্য ভিত্তিক সরকার।
  • কর্তব্য ও ক্ষমতা-মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী মণ্ডলী, রাজ্যপাল, রাজ্যবিধানসভা, হাইকোর্ট, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

ভাগ-৭ (অনুচ্ছেদ ২৩৮)

  • রাজ্য শাসনব্যবস্থা- ১৯৫৬ সালের ৭নং সংশোধনের মাধ্যমে সংযোজিত।

ভাগ-৮ (অনুচ্ছেদ ২৩৯-২৪১)

  • কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন।

ভাগ-৯

দুটি ভাগে বিভক্তঃ

  • (১) ১৯৯২ সালের ৭৩তম সংশোধনীর মাধ্যমে যুক্ত তপশীল ৭ নামে একটি নতুন তপশীল যাতে পঞ্চায়েত রাজ সম্পর্কে রাজ সম্পর্কে ২৯টি বিষয় আছে (এদের প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে)।
  • (২) ১৯৯২ সালের ৭৪তম সংশোধনীর মধ্যমে যুক্ত তপশীল ১২ নামে একটি নতুন তপশীল যাতে মিউনিসিপ্যালিটি সম্পর্কে ১৮টি বিষয় আছে (এদের প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে)।

ভাগ-১০ (অনুচ্ছেদ ২৪৪, ২৪৪ক)

  • তপশীল অঞ্চল ও উপজাতি অঞ্চলের প্রশাসন।

ভাগ-১১ (অনুচ্ছেদ ২৪৫-২৬৩)

  • কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সম্পর্ক।

ভাগ-১২ (অনুচ্ছেদ ২৬৪-৩০০এ)

  • কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের নীতি, অর্থ কমিশনের নিয়োগ (অনুচ্ছেদ ২৮০), চুক্তি, দায় দায়িত্ব ইত্যাদি।

ভাগ-১৩ (অনুচ্ছেদ ৩০১-৩০৭)

  • ভারতের রাজ্যক্ষেত্রের সর্বত্র ব্যাবসা, বাণিজ্য ও আদানপ্রদান

ভাগ-১৪ (অনুচ্ছেদ ৩০৮-৩২৩)

  • ইউ.পি.এস.সি এবং পাবলিক সার্ভিস কমিশন।

ভাগ-১৪-এ (অনুচ্ছেদ ৩২৩এ,৩২৩বি)

  • ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর মাধ্যমে সংযোজিত। কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় সরকারি কর্মচারীদের চাকরি সংক্রান্ত কোনো ইভিযোগ বা বিতর্কের শুনানির জন্য একটি প্রশাসনিক ন্যায়পীঠ ভারতের সংসদ গঠন করবে।

ভাগ-১৫ (অনুচ্ছেদ ৩২৪-৩২৯)

  • নির্বাচন সংক্রান্ত (এছাড়া নির্বাচন কমিশন)।

ভাগ-১৬ (অনুচ্ছেদ ৩৩০-৩৪২)

  • তপশীল জাতি ও উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা।

ভাগ-১৭ (অনুচ্ছেদ ৩৪৩-৩৫১)

  • সরকারি ভাষা

ভাগ-১৮ (অনুচ্ছেদ ৩৫২-৩৬০)

  • জরুরি অবস্থার বিধান।

ভাগ-১৯ (অনুচ্ছেদ ৩৬১-৩৬৭)

  • সরকারি কাজের জন্য ফৌজদারি মামলা থেকে রাষ্ট্রপতি ও রাজ্যপালের রেহাই লাভ।

ভাগ-২০ (অনুছেদ ৩৬৮)

  • সংবিধান সংশোধন সংক্রান্ত

ভাগ-২১ (অনুচ্ছেদ ৩৬৯-৩৯২)

  • (অনুচ্ছেদ ৩৬৯ পার্লামেন্টকে সাময়িকভাবে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা দিয়েছে)।
  • অনুচ্ছেদ ৩৭০-য়ে জম্মু ও কাশ্মীরের জন্য অস্থায়ী বিশেষ বিধান আছে-উক্ত রাজ্যের জন্য পার্লামেন্ট সাধারণত আইন প্রণয়ন করতে পারে না।
  • (অনুচ্ছেদ-৩৭১এ, ৩৭১বি, ৩৭১সি, ৩৭১ডি, ৩৭১এফ, ৩৭১জি, ৩৭১এইচ এবং ৩৭১আই-মহারাষ্ট্র, নাগাল্যান্ড, অসম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও গোয়ার জন্য বিশেষ বিধান)

ভাগ-২২ (অনুচ্ছেদ ৩৯৩-৩৯৫)

  • অনু শিরোনাম (শর্ট টাইটেল), সংবিধানের প্রবর্তন ও অনুচ্ছেদ বাতিল করণের তালিকা।