শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
অনুচ্ছেদ ৩২ : এই অধিকারে মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সুপ্রিমকোর্টে প্রতিকার প্রার্থনা করা যায় (এই অধিকারকে ডঃ বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছিলেন)।
মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিমকোর্ট অনুচ্ছেদ ৩২ অনুযায়ী নানা ধরণের আজ্ঞালেখ (রিট)জারি করতে পারে-