logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

মৌলিক কর্তব্য সমূহ


  • স্বর্ণ সিং কমিটির প্রতিবেদন অনুযায়ী ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনীর দ্বারা যুক্ত।

  • মোট এগারোটি মৌলিক কর্তব্য আছে যা সংবিধানের অনুচ্ছেদ ৫১ক তে উল্লিখিত আছে।

  • ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হবে-

    • (১)সংবিধান মেনে চলা এবং সংবিধানের আদর্শ, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে শ্রদ্ধা করা।

    • (২) যে মস্ত মহান আদর্শ আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে উদবুদ্ধ করেছিল তা পোষণ ও অণুসরণ করা।

    • (৩) ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষা করা।

    • (৪) দেশের প্রতিরক্ষা ও জাতীয় সেবামূলক কাজে আহ্বান জানালে তাতে আত্মনিয়োগ করা।

    • (৫) ধর্মীয়, ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত পার্থক্য অতিক্রম করে ভারতের জনগণের মধ্যে সমন্বয় ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা এবং নারীর মর্যাদা হানিকর আচরণ পরিত্যাগ করা।

    • (৬) আমাদের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করা ও তা রক্ষণাবেক্ষণ করা।

    • (৭) বন, হ্রদ, নদী ও বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং তার উন্নতি সাধন করা এবং সমস্ত জীবন্ত প্রাণীর প্রতি ক্ষমতা প্রদর্শন।

    • (৮) বৈজ্ঞানিক জনন, মানবিকতা ও অনুসন্ধিৎসা বিকশিত করা।

    • (৯) জাতীয় সম্পত্তি রক্ষা করা এবং শপথ পূর্বক হিংসার পথ পরিহার করা।

    • (১০) জাতি হিসাবে যাতে উদ্যম ও সাফল্যের উচ্চতর স্তরে সতত উন্নতি লাভ করে সেজন্য ব্যক্তিগত ও সমষ্টিগত সর্বপ্রকার প্রচেষ্ঠার দ্বারা সমস্তক্ষেত্রে উৎকর্ষ সাধনের চেষ্ঠা করা।

    • (১১) ছয় থেকে চোদ্দো বছর বয়সী সমস্ত শিশুর জন্য শিক্ষালাভের সুযোগ দান প্রত্যেক অভিভাবকের সুনাগরিক হিসাবে অবশ্য কর্তব্য। (২০০২ সালের ৮৬তম সংশোধনে ধারা যুক্ত)

  • মৌলিক অধিকারের ব্যতিক্রম ও মৌলিক কর্তব্যের সংযুক্তি মৌলিক অধিকারের নিরবিচ্ছিন্ন ভোগ করাকে নিয়ন্ত্রিত করেছে।