পার্লামেন্ট বা সংসদ (Parliament)
অনুচ্ছেদ ৭৯ অনুযায়ী, ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভার সমন্বয়ে গঠিত। যদিও রাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষেরই সদস্য নন, তিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ।
লোকসভা (Lok Sabha)
সর্বাধিক আসন সংখ্যা- ৫৫০ (৫৩০-রাজ্য সদস্য, ২০-কেন্দ্রশাসিত অঞ্চল সদস্য)
বর্তমান সদস্যসংখ্যা- ৫৪৩ (৫৩০ রাজ্য সংসদ, ১৩ কেন্দ্রশাসিত অঞ্চল সদস্য)
লোকসভার স্বাভাবিক আয়ু ৫ বছর, কিন্তু রাষ্ট্রপতি তার আগেও লোকসভা ভেঙে দিতে পারেন।
অনুচ্ছেদ ৩৫২ অনুসারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষনা করলে সংসদ তার স্বাভাবিক কার্যকাল বাড়াতে পারে। কিন্তু সংসদ একসঙ্গে এক বছরের বেশি লোকসভার কার্যকাল বাড়াতে পারে না।
লোকসভার সদস্য হবার যোগ্যতা-
(ক) ভারতের নাগরিক হতে হবে।
(খ) অন্তত ২৫বছর বয়স্ক হতে হবে।
(গ) কোনো লাভজনক পদে থাকা চলবে না।
(ঘ) মানসিক ভারসাম্যহীন বা দেউলিয়া হওয়া চলবে না।
(ঙ) কোনো লোকসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটার হতে হবে।