logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

পার্লামেন্ট বা সংসদ (Parliament)


অনুচ্ছেদ ৭৯ অনুযায়ী, ভারতের সংসদ রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভার সমন্বয়ে গঠিত। যদিও রাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষেরই সদস্য নন, তিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ।

লোকসভা (Lok Sabha)

  • সর্বাধিক আসন সংখ্যা- ৫৫০ (৫৩০-রাজ্য সদস্য, ২০-কেন্দ্রশাসিত অঞ্চল সদস্য)

  • বর্তমান সদস্যসংখ্যা- ৫৪৩ (৫৩০ রাজ্য সংসদ, ১৩ কেন্দ্রশাসিত অঞ্চল সদস্য)

  • লোকসভার স্বাভাবিক আয়ু ৫ বছর, কিন্তু রাষ্ট্রপতি তার আগেও লোকসভা ভেঙে দিতে পারেন।

  • অনুচ্ছেদ ৩৫২ অনুসারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষনা করলে সংসদ তার স্বাভাবিক কার্যকাল বাড়াতে পারে। কিন্তু সংসদ একসঙ্গে এক বছরের বেশি লোকসভার কার্যকাল বাড়াতে পারে না।

  • লোকসভার সদস্য হবার যোগ্যতা-

    • (ক) ভারতের নাগরিক হতে হবে।

    • (খ) অন্তত ২৫বছর বয়স্ক হতে হবে।

    • (গ) কোনো লাভজনক পদে থাকা চলবে না।

    • (ঘ) মানসিক ভারসাম্যহীন বা দেউলিয়া হওয়া চলবে না।

    • (ঙ) কোনো লোকসভা কেন্দ্রের নথিভুক্ত ভোটার হতে হবে।