মুখ্যমন্ত্রী (Chief Minister)
রাজ্যের প্রকৃত শাসনতান্ত্রিক প্রধান।
রাজ্যে মুখ্যমন্ত্রীর স্থান কেন্দ্রে প্রধানমন্ত্রীর স্থানের সমতুল।
রাজ্যপালের দ্বারা নিযুক্ত হন। মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল রাজ্যের বাকি মন্ত্রীদের নিয়োগ করেন।
মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপাল এ মন্ত্রী পরিষদের মধ্যে প্রধান যোগসূত্র। পরিষদের সকল সিদ্ধান্ত তিনি রাজ্যপালের গোচরে আনেন।
মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে, গোটা মন্ত্রীসভাই পদত্যাগ করে।
সাধারণত সংখ্যাগরিষ্ঠতা থাকা দলের নেতাই মুখ্যমন্ত্রী হন।
রাজ্য বিধানসভার সদস্য না হলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়, তবে ছয় মাসের মধ্যে তাঁকে নির্বাচিত হয়ে আসতে হয়। না হলে তাঁকে অপসারিত হতে হয়।