logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

জাতীয় স্তবগান (Natioanl Anthem)


  • রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘জন-গণ-মণ’ ভারতের স্তবগান (ন্যাশনাল অ্যান্থেম)হিসাবে সংবিধান সভা কর্তৃক ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি গৃহীত হয় এবং বন্দেমাতরম-কে জাতীয় সংগীত (ন্যাশনাল সং)হিসাবে সমান মর্যাদায় ভূষিত করা হয়।

  • উক্ত স্তবগানটি ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে ১৯১১ সালের ২৭শে ডিসেম্বর প্রথম গাওয়া হয়।

  • পাঁচটি স্তবকের মধ্যে গানের প্রথম স্তবকটি ভারতের জাতীয় স্তবগান হিসাবে প্রচলিত। জাতীয় স্তবগানের সম্পূর্ণ সংস্করণটি গাইতে ৫২ সেকেন্ড মতো সময় লাগে। স্তবকের প্রথম ও শেষ লাইন নিয়ে গানের ক্ষুদ্র সংস্করণটি গাইতে ২০ সেকেন্ড মতো সময় লাগে। এই গান বিশেষ উপলক্ষ্যে গাওয়া হয়।

জন-গণ-মণ-অধিনায়ক জয় হে
    ভারত-ভাগ্য-বিধাতা
    পাঞ্জাব-সিন্ধু-গুজরাট-মারাঠা-দ্রাবিড়-উৎকল-বঙ্গ
    বিন্ধ্য-হিমাচল-যমুনা-গঙ্গা
    উচ্ছল-জলধি-তরঙ্গ
    তব শুভ নামে জাগে,
    তব শুভ আশিস মাগে,
    গাহে তব জয় গাথা
    জন-গণ-মঙ্গল-দায়ক, জয় হে
    ভারত-ভাগ্য-বিধাতা
    জয় হে, জয় হে, জয় হে,
    জয় জয় জয়, জয় হে।