জাতীয় স্তবগান (Natioanl Anthem)
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান ‘জন-গণ-মণ’ ভারতের স্তবগান (ন্যাশনাল অ্যান্থেম)হিসাবে সংবিধান সভা কর্তৃক ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি গৃহীত হয় এবং বন্দেমাতরম-কে জাতীয় সংগীত (ন্যাশনাল সং)হিসাবে সমান মর্যাদায় ভূষিত করা হয়।
উক্ত স্তবগানটি ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে ১৯১১ সালের ২৭শে ডিসেম্বর প্রথম গাওয়া হয়।
পাঁচটি স্তবকের মধ্যে গানের প্রথম স্তবকটি ভারতের জাতীয় স্তবগান হিসাবে প্রচলিত। জাতীয় স্তবগানের সম্পূর্ণ সংস্করণটি গাইতে ৫২ সেকেন্ড মতো সময় লাগে। স্তবকের প্রথম ও শেষ লাইন নিয়ে গানের ক্ষুদ্র সংস্করণটি গাইতে ২০ সেকেন্ড মতো সময় লাগে। এই গান বিশেষ উপলক্ষ্যে গাওয়া হয়।
জন-গণ-মণ-অধিনায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা পাঞ্জাব-সিন্ধু-গুজরাট-মারাঠা-দ্রাবিড়-উৎকল-বঙ্গ বিন্ধ্য-হিমাচল-যমুনা-গঙ্গা উচ্ছল-জলধি-তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা জন-গণ-মঙ্গল-দায়ক, জয় হে ভারত-ভাগ্য-বিধাতা জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।