রাজ্যসভার বিশেষ ক্ষমতা (Special Powers of the Rajya Sabha)
উপরাষ্ট্রপতির অপসারণের জন্য সংকল্প শুধুমাত্র রাজ্যসভাতেই উত্থাপন করা যায়।
যদি রাজ্যসভায় দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে একটি সংকল্প পেশ ও ভোটদানের মাধ্যমে এই স্থির হয় যে রাজ্যতালিকাভুক্ত কোনো বিষয়ে জাতীয় স্বার্থে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত, তখন পার্লামেন্টে এই মর্মে অনুর্ধ্ব এক বছরের জন্য আইন প্রণয়ন করতে পারে।
যদি রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে একটি সংকল্প পেশ ও ভোটদানের মাধ্যমে এই স্থির হয় যে জাতীয় স্বার্থে এক বা একাধিক সর্বভারতীয় কৃতক সৃষতি করা প্রয়োজন, তখন পার্লামেন্টে আইন প্রণয়ন করে তা সৃষ্টি করতে পারে।