logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

সংবিধানের তপশিলসমূহ


প্রথম তপশীল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা
দ্বিতীয় তপশীল রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, কন্ট্রোলার ও অডিটর জেনারেলের বেতন।
তৃতীয় তপশীল শপথ গ্রহণ ও হলফনামার ফর্ম।
চতুর্থ তপশীল প্রত্যেক রাজ্যের জন্য রাজ্যসভার আসন বন্টন।
পঞ্চম তপশীল তপশীলভুক্ত অঞ্চল ও জাতীর প্রশাসনিক নিয়ন্ত্রণ।
ষষ্ঠ তপশীল আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচল প্রদেশের উপজাতি অঞ্চল।
সপ্তম তপশীল কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা ও কার্যের বন্টনঃ
১. কেন্দ্রীয় তলিকা (কেন্দ্রীয় সরকারের জন্য)১০০ টি বিষয়।
২. রাজ্যের তালিকাভুক্ত বিষয় (রাজ্য সরকারের জন্য)৬১টি বিষয়
৩. সমবর্তী বিষয় (কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জন্য)৫২টি বিষয়।
অষ্টম তপশীল সংবিধান-স্বীকৃত ২২টি ভাষার তালিকাঃ
১. অসমীয়া ২. বাংলা ৩. গুজরাটি ৪. হিন্দি ৫. কানাড়া ৬. কাশ্মীরি ৭. কোঙ্কনি ৮. মালায়লাম ৯. মণিপুরী ১০. মারাঠি ১১. নেপালি ১২. ওড়িয়া ১৩. পাঞ্জাবি ১৪.সংস্কৃত ১৫. সিন্ধি ১৬। তামিল ১৭. তেলুগু ১৮. উর্দু ১৯. সাঁওতালি ২০. বোড়ো ২১. মৈথিলি ২২. ডোগরি
১৯৬৭ সালের ২১তম সংশোধনের মাধ্যমে সিন্ধি ভাষা যুক্ত হয়।
১৯৯২ সালের ৭১তম সংশোধনের মাধ্যমে কোঙ্কনি, মণিপুরী ও নেপালি ভাষা যুক্ত হয়।
২০০৩ সালের ৯২তম সংশোধনের মাধ্যমে সাঁওতালি, মৈথিলী, বোড়ো ও ডোগরি ভাষা যুক্ত হয়।
নবম তপশীল ১৯৫১ সালের প্রথম সংশোধনীর মাধ্যমে রেল, শিল্প, জমি ভোগবদল ও কর সংক্রান্ত আইন ও আদেশ। (সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নয়)
দশম তপশীল অক্ষমতার কারণে অযোগ্য ঘোষণা করার প্রক্রিয়া যা ১৯৮৫ সালের ৫২ তম সংশোধনের মধ্যমে সংযোজিত।
একাদশ তপশীল পঞ্চায়েতরাজ ব্যবস্থা যা ১৯৯২ সালের ৭৩তম সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে।
দ্বাদশ তপশীল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যবস্থা যা ১৯৯২ সালের ৭৪তম সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে।