ভারতবর্ষের সাংবিধানিক রূপান্তর (Constitutional Development in India)
ভারতের সংবিধানের বিবর্তনের ইতিহাস খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে ১৭৭৩ সালের নিয়ন্ত্রণ আইনে (রেগুলেটিং অ্যাক্ট)যার দ্বারা ভারতে প্রথম গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয়। সেই সময় থেকে ভারতবর্ষে প্রশাসন সুষ্ঠভাবে পরিচালনা করার উদ্দেশ্যে নান প্রকার সাংবিধানিক অভিজ্ঞতার উপস্থাপনা করা হয়েছিল।
১৯৫৮ সালে ভারতবর্ষে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হয় যখন ব্রিটিশ সম্রাট ভারতের শাসনভার গ্রহণ করেন এবং শাসনতান্ত্রিক ক্ষমতার সম্পূর্ণভাবে কেন্দ্রীয়করণ হয়।
কাজেই ভারতে ব্রিটিশ শাসনের বিবর্তনের ইতিহাসকে দুটি পর্যায়ে ভাগ করা যায়
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে শাসনতান্ত্রিক অভিজ্ঞতা (১৭৭৩-১৮৫৭)
- ব্রিটিশ শাসনকালে শাসনতান্ত্রিক অভিজ্ঞতা (১৮৫৭-১৯৪৭)