logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

ভারতবর্ষের সাংবিধানিক রূপান্তর (Constitutional Development in India)


  • ভারতের সংবিধানের বিবর্তনের ইতিহাস খুঁজতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে ১৭৭৩ সালের নিয়ন্ত্রণ আইনে (রেগুলেটিং অ্যাক্ট)যার দ্বারা ভারতে প্রথম গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয়। সেই সময় থেকে ভারতবর্ষে প্রশাসন সুষ্ঠভাবে পরিচালনা করার উদ্দেশ্যে নান প্রকার সাংবিধানিক অভিজ্ঞতার উপস্থাপনা করা হয়েছিল।

  • ১৯৫৮ সালে ভারতবর্ষে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হয় যখন ব্রিটিশ সম্রাট ভারতের শাসনভার গ্রহণ করেন এবং শাসনতান্ত্রিক ক্ষমতার সম্পূর্ণভাবে কেন্দ্রীয়করণ হয়।

  • কাজেই ভারতে ব্রিটিশ শাসনের বিবর্তনের ইতিহাসকে দুটি পর্যায়ে ভাগ করা যায়

    • ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে শাসনতান্ত্রিক অভিজ্ঞতা (১৭৭৩-১৮৫৭)
    • ব্রিটিশ শাসনকালে শাসনতান্ত্রিক অভিজ্ঞতা (১৮৫৭-১৯৪৭)