বিধান পরিষদ (Legislature Council)
উচ্চকক্ষ নামেও পরিচিত। রাজ্যসভার মতো একটিও স্থায়ি কক্ষ। এটি ভেঙে দেওয়া যায় না।
সদস্য সংখ্যা
রাজ্য বিধানসভার মোট সদস্য সংখ্যার এক তৃতীয়াংশ-র বেশি হবে না। সর্বনিম্ন ৪০ জন সদস্য থাকতেই হবে। রাজ্যের জনসংখ্যার নিরিখে সদস্য সংখ্যার হেরফের হয়।
গঠন ও বিলুপ্তি (Creation and Abolition)
অনুচ্ছেদ ১৬৯ অনুসারে, রাজ্য বিধানসভা বিধান পরিষদের গঠন বা বিলুপ্তির ব্যাপারে সংকল্প গ্রহণ করতে পারে। সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার বিশেষ সংখ্যাধিক্যে অর্থাৎ বিধানসভার মোট সদস্যের অধিকাংশের এবং বিধানসভায় উপস্থিত আছেন ও ভোটদান করেছেন এমন সদস্যের অধিকাংশের এবং বিধানসভায় উপস্থিত আছেন ও ভোটদান করেছেন এমন সদস্যের দুই তৃতীয়াংশের সংখ্যাধিক্যে উক্ত সংকল্প গ্রহণ করতে হবে তারপর সংসদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় তা অনুমোদিত হবে।
বিধান পরিষদের গঠন বা বিলুপ্তির ব্যাপারে রাজ্য বিধানসভা কোনো সংকল্প গ্রহণ করলেই তা সংসদকেও গ্রহণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সংসদ তা গ্রহণ বা বর্জন- দুটোই করতে পারে।
কার্যকাল(Tenure)
ছয় বছরের কার্যকাল সেখানে এক তৃতীয়াংশ সদস্য প্রতি দুই বছরে অবসর নেবেন।
যোগ্যতা (Qualification)
লোকসভার সদস্যের মতোই, শুধুমাত্র বয়স ৩০ বছর হলেই হবে।
নির্বাচন (Election)
বিধান পরিষদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ স্থানীয় সংস্থাগুলি কর্তৃক নির্বাচিত হবে। এক-তৃতীয়াংশ বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হবে। বারো ভাগের এক ভাগ নির্বাচিত হবে ওই রাজ্যের। অন্তত তিন বছর আগে স্নাতক হয়েছেন এবং ব্যক্তিদের নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলী কর্তৃক, বারো ভাগের এক ভাগ নির্বাচিত হবেন ওই রাজ্যের অন্তত মাধ্যমিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত তিন বছর শিক্ষকতা করেছেন এমন ব্যক্তিদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী দ্বারা, বাকি ছয় ভাগের এক ভাগ রাজ্যপাল এমন ব্যক্তিদের মধ্য থেকে মনোনীত করবেন যাদের সাহিত্য, বিজ্ঞান, কলা অথবা সমাজ সেবা বিষয়ে পারদর্শিতা রয়েছে।
চেয়ারম্যান (Chairman)
বিধান পরিষদ তাদের সদস্যদের মধ্য থেকে একজন চেয়ারম্যান ও একজন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করেন।
বিধানসভা ও বিধান পরিষদের মোট আসনসংখ্যা | ||
---|---|---|
রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল | বিধানসভা | বিধান পরিষদ |
অন্ধ্রপ্রদেশ | ১৭৫ | ৫০ |
অরুণাচল প্রদেশ | ৬০ | - |
আসাম | ১২৬ | - |
দিল্লি | ৭০ | - |
বিহার | ২৮৩ | ৭৫ |
ঝাড়খন্ড | ৮১ | - |
গোয়া | ৪০ | - |
গুজরাট | ১৮২ | - |
হরিয়ানা | ৯০ | - |
হিমাচল প্রদেশ | ৬৮ | - |
জম্মু ও কাশ্মীর | ৮৭ | ৩৬ |
কর্ণাটক | ২২৪ | ৭৫ |
কেরালা | ১৪০ | - |
মধ্যপ্রদেশ | ২৩০ | - |
ছত্তিশগড় | ৯০ | - |
মহারাষ্ট্র | ২৮৮ | ৭৮ |
মণিপুর | ৬০ | - |
মেঘালয় | ৬০ | - |
মিজোরাম | ৪০ | - |
নাগাল্যান্ড | ৬০ | - |
ওড়িশা | ১৪৭ | - |
পন্ডীচেরী | ৩০ | - |
পাঞ্জাব | ১১৭ | - |
রাজস্থান | ২০০ | - |
সিকিম | ৪০ | - |
তামিলনাড়ু | ২৩৪ | - |
তেলেঙ্গানা | ১১৯ | ৪০ |
ত্রিপুরা | ৬০ | - |
উত্তরপ্রদেশ | ৪০৩ | ১০০ |
উত্তরাখন্ড | ৭০ | - |
পশ্চিমবঙ্গ | ২৯৪ | - |