logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের সংবিধান

সংবিধান গঠন
সংবিধান গঠন গণ পরিষদ সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটি সংবিধানের রুপান্তর ইস্ট ইন্ডিয়া শাসনতন্ত্রের অভিজ্ঞতা ব্রিটিশ শাসনতন্ত্রের অভিজ্ঞতা ভারত শাসন আইন সংবিধান বিধিবদ্ধ করণ সংবিধানের প্রস্তাবনা মৌলিক অধিকার কেন্দ্র-সুপ্রিমকোর্ট ঃ বিবদমান দুই সংস্থা সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের তপশিল সমূহ সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আজ্ঞালেখ এর প্রকারভেদ রাষ্ট্র পরিচালনের নির্দেশ মূলক নীতি মৌলিক কর্তব্য সমূহ ভারত ভূখণ্ড ও তার সীমানা রাজ্য পুনর্গঠন নাগরিকত্ব সংবিধানের ভাগ ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি ও মন্ত্রীদের সম্পর্ক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীপরিষদ পার্লামেন্ট লোকসভার স্পিকার রাজ্যসভা ভারতের রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চল রাজ্য সভার ক্ষমতা ভারতের সুপ্রিমকোর্ট রাজ্য শাসনব্যবস্থা রাজ্যপাল মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বিধান পরিষদ বিধানসভা হাইকোর্ট নিম্ন আদালত কেন্দ্রীয় শাসিত অঞ্চল ইউ. পি. এস. সি ক্যাগ অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশন রাজনৈতিক দল অর্থ কমিশন পঞ্চায়েতি রাজ জাতীয় প্রতীক চিহ্ন জাতীয় প্রতীক জাতীয় পতাকা জাতীয় স্তবগান জাতীয় সংগীত মর্যাদা পদের সারণি সংবিধান সংশোধন সংবিধান সংশোধনগুলির তালিকা

রাজ্যসভা (Rajya Sabha)


  • সর্বাধিক আসনসংখ্যা-২৫০ যার মধ্যে সাহিত্য, বিজ্ঞান, কলা ও সমাজসেবা বিষয়ে বিশেষ জ্ঞান অথবা ব্যবহারিক অভিজ্ঞতা আছে এমন ১২ জনকে রাষ্ট্রপতি সদস্য হিসাবে মনোনীত করেন।

  • বর্তমানে সংসদ আইন পাস করে ২৩৩টি আসন রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে বরাদ্দ করেছে। তাই বর্তমানে রাজ্যসভার মোট সদস্যসংখ্যা ২৪৫।

  • সমস্ত রাজ্য এবং দিল্লিও পন্ডীচেরী এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিগণ রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন।

  • প্রত্যেক রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা রাজ্যের প্রতিনিধিত্ব স্থির করা হয়। (রাজ্যের প্রতিনিধিত্ব জনসংখ্যার ভিত্তিতে স্থির হয়)

  • রাজ্যসভায় তপশীল জাতি ও উপজাতিদের জন্য কোনো আসন বরাদ্দ নেই।

  • রাজ্যসভার সদস্য হবার যোগ্যতাঃ

    • (ক) ভারতের নাগরিক হতে হবে।

    • (খ) ৩০ বছর নূন্যতম বয়স হতে হবে।

    • (গ) যেখন থেকে তিনি নির্বাচিত হতে চান, সেই রাজ্যের লোকসভার সদস্য হতে হবে।

    • (ঘ) অন্যান্য যোগ্যতামান যা সংসদ সময়ে সময়ে নির্ধারণ করবে।


রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব (Representation of States And Union Territories)
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল লোকসভা রাজ্যসভা
অন্ধ্রপ্রদেশ ২৫ ১১
অরুণাচল প্রদেশ
অসম ১৪
বিহার ৪০ ১৬
ঝাড়খন্ড ১৪
গোয়া
গুজরাট ২৬ ১১
হরিয়ানা ১০
হিমাচল প্রদেশ
জম্মু ও কাশ্মীর
কর্ণাটক ২৮ ১২
কেরালা ২০
মধ্যপ্রদেশ ২৯ ১১
ছত্তিশগড় ১১
মহারাষ্ট্র ৪৮ ১৯
মণিপুর
মেঘালয়
নাগাল্যান্ড
ওড়িশা ২১ ১০
পাঞ্জাব ১৩
রাজস্থান ২৫ ১০
সিকিম
তামিলনাড়ু ৩৯ ১৮
তেলেঙ্গানা ১৭
ত্রিপুরা
উত্তরপ্রদেশ ৮০ ৩১
উত্তরাখন্ড
পশ্চিমবঙ্গ ৪২ ১৬
আন্দামান ও নিকোবর -
চন্ডীগড় -
দাদরা ও নগর হাভেলী, দমন ও দিউ -
মিজোরাম
দিল্লি
লাক্ষাদ্বীপ -
পুদুচেরী
লাদাখ -
মোট ৫৪৩ ২৩৩