রাজ্যসভা (Rajya Sabha)
সর্বাধিক আসনসংখ্যা-২৫০ যার মধ্যে সাহিত্য, বিজ্ঞান, কলা ও সমাজসেবা বিষয়ে বিশেষ জ্ঞান অথবা ব্যবহারিক অভিজ্ঞতা আছে এমন ১২ জনকে রাষ্ট্রপতি সদস্য হিসাবে মনোনীত করেন।
বর্তমানে সংসদ আইন পাস করে ২৩৩টি আসন রাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে বরাদ্দ করেছে। তাই বর্তমানে রাজ্যসভার মোট সদস্যসংখ্যা ২৪৫।
সমস্ত রাজ্য এবং দিল্লিও পন্ডীচেরী এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিগণ রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন।
প্রত্যেক রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা রাজ্যের প্রতিনিধিত্ব স্থির করা হয়। (রাজ্যের প্রতিনিধিত্ব জনসংখ্যার ভিত্তিতে স্থির হয়)
রাজ্যসভায় তপশীল জাতি ও উপজাতিদের জন্য কোনো আসন বরাদ্দ নেই।
রাজ্যসভার সদস্য হবার যোগ্যতাঃ
(ক) ভারতের নাগরিক হতে হবে।
(খ) ৩০ বছর নূন্যতম বয়স হতে হবে।
(গ) যেখন থেকে তিনি নির্বাচিত হতে চান, সেই রাজ্যের লোকসভার সদস্য হতে হবে।
(ঘ) অন্যান্য যোগ্যতামান যা সংসদ সময়ে সময়ে নির্ধারণ করবে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব (Representation of States And Union Territories) | ||
---|---|---|
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | লোকসভা | রাজ্যসভা |
অন্ধ্রপ্রদেশ | ২৫ | ১১ |
অরুণাচল প্রদেশ | ২ | ১ |
অসম | ১৪ | ৭ |
বিহার | ৪০ | ১৬ |
ঝাড়খন্ড | ১৪ | ৬ |
গোয়া | ২ | ১ |
গুজরাট | ২৬ | ১১ |
হরিয়ানা | ১০ | ৫ |
হিমাচল প্রদেশ | ৪ | ৩ |
জম্মু ও কাশ্মীর | ৫ | ৪ |
কর্ণাটক | ২৮ | ১২ |
কেরালা | ২০ | ৯ |
মধ্যপ্রদেশ | ২৯ | ১১ |
ছত্তিশগড় | ১১ | ৫ |
মহারাষ্ট্র | ৪৮ | ১৯ |
মণিপুর | ২ | ১ |
মেঘালয় | ২ | ১ |
নাগাল্যান্ড | ১ | ১ |
ওড়িশা | ২১ | ১০ |
পাঞ্জাব | ১৩ | ৭ |
রাজস্থান | ২৫ | ১০ |
সিকিম | ১ | ১ |
তামিলনাড়ু | ৩৯ | ১৮ |
তেলেঙ্গানা | ১৭ | ৭ |
ত্রিপুরা | ২ | ১ |
উত্তরপ্রদেশ | ৮০ | ৩১ |
উত্তরাখন্ড | ৫ | ৩ |
পশ্চিমবঙ্গ | ৪২ | ১৬ |
আন্দামান ও নিকোবর | ১ | - |
চন্ডীগড় | ১ | - |
দাদরা ও নগর হাভেলী, দমন ও দিউ | ২ | - |
মিজোরাম | ১ | ১ |
দিল্লি | ৭ | ৩ |
লাক্ষাদ্বীপ | ১ | - |
পুদুচেরী | ১ | ১ |
লাদাখ | ১ | - |
মোট | ৫৪৩ | ২৩৩ |