logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

বেকারত্ব (Unemployment)


বেকারত্ব সাধারণ অর্থে এমন একটি অবস্থা যখন সক্ষম ও ইচ্ছুক ব্যক্তি তার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী কাজ পায় না ।

বেকারত্বের বিভাগ


কাঠামোজনিত বেকারত্ব (স্ট্রাকচারাল আনএম্‌প্লয়মেন্ট)

  • এই ধরনের বেকারত্ব দেশের অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে সংযুক্ত যেমন, উৎপাদন ক্ষমতায় যথেষ্ট সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়া । দ্রুত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এর কারণ।

  • এই ধরনের বেকারত্ব সাধারণত দীর্ঘদিন ধরে চলে । ভারতের বেকারত্ব মূলত এই ধরনের বেকারত্বের সঙ্গে যুক্ত।


প্রচ্ছন্ন বেকারত্ব (আন্ডার আনএমপ্লয়মেন্ট)

  • প্রচ্ছন্ন বেকার তারাই যারা এমন কাজে নিযুক্ত থাকে যেখানে তাদের নৈপুণ্যতা এবং সক্ষমতা সম্পূর্ণভাবে ব্যবহার করা হয় না । আর তার ফলস্বরূপ উৎপাদন ক্ষেত্রে এদের অবদান খুবই কম।

  • কোনো দেশে এই ধরনের বেকারত্ব থাকার অর্থ শ্রমিকের ক্ষমতা অনুযায়ী ব্যবহার করতে না পারে।


খোলা বেকারত্ব (ওপেন আনএমপ্লয়মেন্ট)

  • যখন কেউ কাজ ছাড়া বেঁচে থাকে এবং কাজে যুক্ত হওয়া জন্য কোনো কাজ খোঁজে না তারা এই শ্রেণির অন্তর্ভুক্ত । শিক্ষিত বেকারত্ব এবং অদম্য শ্রমিকদের বেকারত্ব খোলা বেকারত্বের অন্তর্ভুক্ত।


ছদ্মবেশী বেকারত্ব (ডিস্‌গাইজড্‌ আনএমপ্লয়মেন্ট)

  • যে সমস্ত ব্যক্তি আপাতদৃষ্টিতে কাজে নিযুক্ত থাকলেও এদের উৎপাদন ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও উৎপাদন হ্রাস পায় না তখন তাকে ছদ্মবেশী বেকার বলা হয় । এই ধরনের ছদ্মবেশী বেকারদের প্রান্তিক উৎপাদন শূন্য বা শূন্যের কাছাকাছি।

  • ভারতের কৃষিক্ষেত্রে ছদ্মবেশী বেকারত্ব সবচেয়ে বেশি দেখা যায় ।


বিঘ্নজনিত বেকারত্ব (ফ্রিকশন্যাল আনএমপ্লয়মেন্ট)

  • বাজারের অবস্থার পরিবর্তনের ফলে এই ধরনের বেকারত্ব লক্ষ করা যায় যেমন চাহিদা ও জোগানের পরিবর্তন।

  • ভারতের বেশিরভাগ জনসাধারণ কৃষির উপর নির্ভরশীল হলেও ভারতীয় কৃষিতে জোগান এখনও প্রকৃতির উপর অনেকাংশ নির্ভরশীল । একই ভাবে চাহিদা নির্ভর করে সম্পদ প্রাপ্যতার উপর । যে –কোনো একটি অথবা উভয়ক্ষেত্রে কোনো পরিবর্তন সাম্য অবস্থা ভেঙে দেওয়া এবং ফলস্বরূপ বিঘ্নজনিত বেকারত্ব সৃষ্টি করে।


মরশুমি বেকারত্ব (সিজনাল্‌ আনএমপ্লয়মেন্ট)

  • সিজন অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা ও কাজকর্মের পরিবর্তন ঘটে । বিভিন্ন কাজকর্মের মধ্যে অনেক কাজে কোনো বিশেষ সময়ে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় কিন্তু অন্য সময় তাদের কাজ থাকে না । ভারতীয় কৃষিকর্মে এই ধরনের বেকারত্ব দেখা যায়।

  • ভারতীয় কৃষিক্ষেত্রে যুক্ত শ্রমিকদের বছরে ৭-৮ মাস কর্মসংস্থান নিশ্চিত থাকে কিন্তু বাকি সময় তাদের কাজ থাকে না । এই ধরনের ক্ষণস্থায়ী কর্মসংস্থানের ফলে মরশুমি বেকারত্বের সৃষ্টি হয়।