BENELUX
*Benelux হল ইউরোপের এক নিয়ম মাফিক সংস্থা যাতে বেজিয়াম, নেদারল্যান্ড, এবং লুক্সেমবার্গ এই তিনটি প্রতিবেশী দেশ অন্তর্ভুক্ত হয়েছিল । এই তিনটি দেশ উত্তর-পশ্চিম ইউরোপের ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত । প্রতিটি দেশের প্রথম অক্ষর দিয়ে এই সংস্থাটির নামকরণ করা হয়েছে। ১৯৫১ সালে পশ্চিম জার্মানি, ফ্রান্স এবং ইতালি ইউরোপীয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি গঠন করার জন্য এর সঙ্গে যোগদান করে । প্রথমে যার নাম মর্ডান ইউরোপীয়ান ইউনিয়ম ।
*এই সংস্থার প্রধান প্রতিষ্ঠান হল মন্ত্রীদের সমিতি, দি পার্লিয়ামেন্ট, দি কাউন্সিল অফ ইউনিয়ন, দি কোর্ট অফ জাস্টিস, দি সেক্রেটারিরেট-জেনারেল এবং বুদ্ধি বৃত্তি সম্পদের সংগঠন ।
*Benelux-এর সেক্রেটারি-জেনারেল ব্রাসেলস্-এ অবস্থিত । Benelux-এর অর্থনৈতিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহকই হলেন এর স্তম্ভস্বরূপ ।