MERCOSUR
*Mercosur হল আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক চুক্তি । প্যারাগুয়ে কংগ্রেসের অনুমোদনের পর ভেনেজুয়েলা হল এর পুরোপুরি পঞ্চম সদস্য দেশ । এবং অন্যান্য সদস্য ভেনেজুয়েলার পুরোপুরি সদস্যপদের অনুমোদন করে ।
*Treaty of Asunion এর দ্বারা ১৯৯১ সালে এটি প্রতিষ্ঠিত হয় । পরে এটি ১৯৯৪ সালে Treaty of Ouro Preto দ্বারা সংশোধিত ও সময়োপযোগী করা হয় ।
*এর উদ্দেশ্য হল—অবাধ বাণিজ্যের উন্নতি এবং গ্যাসীয় পদার্থ, জনগণ ও মুদ্রার লেনদেন করা । এর সরকারি ভাষা হল—গুয়ারনি, পোর্তুগিজ এবং স্প্যানিশ ।
*Mercosur এবং Andeon সম্প্রদায় জাতি হল—রীতি মাফিক সংস্থা যা এক পদ্ধতির উপাদান যার দ্বারা অখন্ড South American কে Union of South American Nations এর সঙ্গে মিলিত করেছিল ।
*Mercosur-শুরু হয় ১৯৮৫ সালে যখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট রাউল আলফোনসিন এবং ব্রাজিলের জোস সারনি আর্জেন্টিনা-ব্রাজিল একতার এবং অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা স্বাক্ষর করে । আঞ্চলিক মুদ্রা হিসাবে গৌচো (Gaucho) প্রস্তাব করেছিল ।
*প্রেসিডেন্সিয়াল সম্মেলনে ২০০৪ সালে Mercosur পার্লিয়ামেন্ট স্থাপনে সম্মত হয়েছিল । ২০১০ সালের মধ্যে প্রতি দেশ থেকে ১৮ জন প্রতিনিধি জনসংখ্যার হিসাব ছাড়া থাকে । বলিভিয়া, চিলি, কলোম্বিয়া, ইকুয়েডর এবং পেরু সম্প্রতি সহযোগী সদস্য হয়েছে ।