logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

MERCOSUR


*Mercosur হল আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক চুক্তি । প্যারাগুয়ে কংগ্রেসের অনুমোদনের পর ভেনেজুয়েলা হল এর পুরোপুরি পঞ্চম সদস্য দেশ । এবং অন্যান্য সদস্য ভেনেজুয়েলার পুরোপুরি সদস্যপদের অনুমোদন করে ।

*Treaty of Asunion এর দ্বারা ১৯৯১ সালে এটি প্রতিষ্ঠিত হয় । পরে এটি ১৯৯৪ সালে Treaty of Ouro Preto দ্বারা সংশোধিত ও সময়োপযোগী করা হয় ।

*এর উদ্দেশ্য হল—অবাধ বাণিজ্যের উন্নতি এবং গ্যাসীয় পদার্থ, জনগণ ও মুদ্রার লেনদেন করা । এর সরকারি ভাষা হল—গুয়ারনি, পোর্তুগিজ এবং স্প্যানিশ ।

*Mercosur এবং Andeon সম্প্রদায় জাতি হল—রীতি মাফিক সংস্থা যা এক পদ্ধতির উপাদান যার দ্বারা অখন্ড South American কে Union of South American Nations এর সঙ্গে মিলিত করেছিল ।

*Mercosur-শুরু হয় ১৯৮৫ সালে যখন আর্জেন্টিনার প্রেসিডেন্ট রাউল আলফোনসিন এবং ব্রাজিলের জোস সারনি আর্জেন্টিনা-ব্রাজিল একতার এবং অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা স্বাক্ষর করে । আঞ্চলিক মুদ্রা হিসাবে গৌচো (Gaucho) প্রস্তাব করেছিল ।

*প্রেসিডেন্সিয়াল সম্মেলনে ২০০৪ সালে Mercosur পার্লিয়ামেন্ট স্থাপনে সম্মত হয়েছিল । ২০১০ সালের মধ্যে প্রতি দেশ থেকে ১৮ জন প্রতিনিধি জনসংখ্যার হিসাব ছাড়া থাকে । বলিভিয়া, চিলি, কলোম্বিয়া, ইকুয়েডর এবং পেরু সম্প্রতি সহযোগী সদস্য হয়েছে ।