প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৫১-৫৬)
হ্যারোড-ডোমার মডেলের ধাঁচে এই পরিকল্পনা তৈরি হয়েছিল।
সমাজে উন্নয়নমূলক কাজ ১৯৫২ সাল থেকে শুরু হয়েছিল।
দুটি প্রধান উদ্দেশ্য ছিল-
১. তিনটি প্রধান সমস্যার জন্য সৃষ্ট অর্থনৈতিক অসমতা সংশোধন করা-শরণার্থীজনিত সমস্য’ খাদ্যভাবের দরুন সমস্য এবং পাহাড় প্রমান মুদ্রাস্ফীতি।
২. সমস্ত দিক দিয়ে উন্নয়নমূলক কাজের জাতীয় আয়ের বৃদ্ধি নিশ্চিত করা এবং জীবনযাত্রার মানের ধারাবাহিক উন্নতি।
৩. গুরুত্ব আরোপ করা হয়েছিল কৃষি, মূল্যস্তরে স্থিতিশীলতা, শক্তি এবং যোগাযোগ ব্যবস্থ্যার উন্নয়নে।
এই পরিকল্পনা সাফল্য ছিল আশাতীত কারণ শেষ দু বছর খাদ্যশস্যের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল।