logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০০২-২০০৯)


এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য হল

  • ১. পরিকল্পনাকালে উন্নয়ণের হার ৮ শতাংশে নিয়ে যাওয়া।

  • ২. ২০০৭ সালের মধ্যে দারিদ্রের অনুপাত ২০ শতাংশে এবং ২০১২ সালের মধ্যে এই অনুপাত ১০ শতাংশে নামিয়ে আনা।

  • ৩. দশম পরিকল্পনাকালে শ্রমশক্তির সঙ্গে লাভজনক উচ্চগুণসম্পন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা।

  • ৪. ২০০৭ সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা । ২০০৭ সালের মধ্যে শিক্ষা ও মজুরির ক্ষেত্রে লিঙ্গগত বৈষম্য ৫০ শতাংশ কমানো।

  • ৫. ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১০ বছর ধরে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করে ১৬.২ শতাংশে আনা।

  • ৬. শিশু মৃত্যুর হার (আই এম আর) হ্রাস করে ২০০৭ সালের মধ্যে প্রতি হাজারে ৪৫ এবং ২০১২ সালের মধ্যে ২৮-এ নিয়ে আসা।

  • ৭. গর্ভবতী মায়েদের মৃত্যুর হার (এম এম আর) হ্রাস করে ২০০৭ সালের মধ্যে প্রতি হাজারে ২০ এবং ২০১২ সালের মধ্যে ১০-এ নিয়ে আসা।

  • ৮. বৃক্ষ ও বনাঞ্চলের বিস্তৃতি ২০০৭ সালের মধ্যে বৃদ্ধি করে ২৫ শতাংশ এবং ২০১২ সালের মধ্যে ৩৩ শতাংশে নিয়ে যাওয়া।

  • ৯. ২০১২ সালের মধ্যে সমস্ত গ্রামে পানীয় জলের ব্যবস্থা করা।

  • ১০. ২০০৯ সালের মধ্যে সমস্ত প্রধান সূষিত নদীসমূহকে দূষণমুক্ত করা এবং ২০১২ সালের মধ্যে সমস্ত ঘোষিত দূষিত নদীসমূহকে দূষণমুক্ত করা।

এই পরিকল্পনায় বরাবরের মতো জাতীয় লক্ষ্যমাত্রা ধার্যের উপর নজর রাখলেও বিভিন্ন রাজ্যের সাফল্যের ক্ষেত্রে পার্থক্য দেখা গিয়েছে । দশম পরিকল্পনায় আঞ্চলীক বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় সংস্কারের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে ।