ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৮০-৮৫)
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করার সময় পরিকল্পনাকারীগণ আগের সরকারের রীতি বাতিল করে ফিরিয়ে এনেছিল নেহেরুভিয়ান মডেলের উন্নয়ন।
উদ্দ্যেশ্যঃ জাতীর আয় বৃদ্ধি করা, প্রযুক্তির আধুনিকীকুণ, দারিদ্র্য ও বেকারত্বের পরিমানণ ক্রমাগত হ্রাস করা, ফ্যামিলি প্ল্যানিং-এর মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণের নীতি সম্প্রসারিত করা ইত্যাদি।