অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)
*অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ১৯৬১ সালে গঠিত । ৩৪টি দেশের একটি আন্তর্জারতিক সংগঠন, বিশ্ববাণিগ্য ও অর্থনৈতিক উন্নতিকে উজ্জীবিত করার জন্য এটি গঠিত হয় ।
*গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলির একটি ছাদের নীচে বাজার অর্থনীতির নীতি পদ্ধতির অভিজ্ঞতার তুলনা করা, সাধারণ সমস্যার উত্তর খোঁজ, ভালো কাজকর্মের চিহ্নিত করণ এবং সদস্যদের দেশ ও আন্তর্জাতিক নীতিপদ্ধতির সঙ্গে সহযোগিতা করা ।
*ফ্রান্সের রবার্ট্ মারজেলিনের নেতৃত্বে ১৯৪৮ সালে এই সংস্থাটি ইউরোপীয়ান ইকনমিক কো-অপারেশন হিসাবে গঠিত হয় । এটি গঠিত হওয়ার কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠনে প্রধান প্রধান পরিকল্পনার অধিকর্তাকে সাহায্য করা। পরে ১৯৬১ সালে নন-ইউরোপীয়ান রাজ্যগুলিরও সদস্য পদ গ্রহণ করে এটিকে বর্ধিত করা। এটি অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট সংস্থা হিসাবে পুনর্গঠিত হয় ।
*এই সংস্থার বেশির ভাগ সদস্য হল উচ্চ আয়-এর সঙ্গে ‘খুব উচ্চ’ মানবিক উন্নয়নের কর্মসূচি এবং এগুলি উন্নতশীল দেশ হিসাবে পরিগণিত হয় ।