logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)


*অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ১৯৬১ সালে গঠিত । ৩৪টি দেশের একটি আন্তর্জারতিক সংগঠন, বিশ্ববাণিগ্য ও অর্থনৈতিক উন্নতিকে উজ্জীবিত করার জন্য এটি গঠিত হয় ।

*গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলির একটি ছাদের নীচে বাজার অর্থনীতির নীতি পদ্ধতির অভিজ্ঞতার তুলনা করা, সাধারণ সমস্যার উত্তর খোঁজ, ভালো কাজকর্মের চিহ্নিত করণ এবং সদস্যদের দেশ ও আন্তর্জাতিক নীতিপদ্ধতির সঙ্গে সহযোগিতা করা ।

*ফ্রান্সের রবার্ট্‌ মারজেলিনের নেতৃত্বে ১৯৪৮ সালে এই সংস্থাটি ইউরোপীয়ান ইকনমিক কো-অপারেশন হিসাবে গঠিত হয় । এটি গঠিত হওয়ার কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পুনর্গঠনে প্রধান প্রধান পরিকল্পনার অধিকর্তাকে সাহায্য করা। পরে ১৯৬১ সালে নন-ইউরোপীয়ান রাজ্যগুলিরও সদস্য পদ গ্রহণ করে এটিকে বর্ধিত করা। এটি অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট সংস্থা হিসাবে পুনর্গঠিত হয় ।

*এই সংস্থার বেশির ভাগ সদস্য হল উচ্চ আয়-এর সঙ্গে ‘খুব উচ্চ’ মানবিক উন্নয়নের কর্মসূচি এবং এগুলি উন্নতশীল দেশ হিসাবে পরিগণিত হয় ।