logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০১২-২০১৭)


  • ২০১২ সালের ২৭ শে ডিসেম্বর মুখ্য নীতি নির্ধারক মন্ডলী ন্যাশনাল ডেভেলেপ্‌ম্যান্ট (২০১২-১৭) গড় উন্নয়নের হার ৮ শতাংশ, ৫০ মিলিয়ন নতুন কর্মসংস্থান এবং পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছিল।

  • পঙ্খানুপুঙ্খরূপে বর্ণিত দ্বাদশ পরিকল্পনার বৃহদাকার তথ্যসমূহ এন ডি সি-র পূর্ণ সভার প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর সভাপতিত্বে অনুমোদিত হয়েছিল । তথ্য সমূহ থেকে প্রাপ্ত মোট পরিকল্পিত সম্পদের পরিমাণ ২০১২-১৩ থেকে শুরু করে পাঁচ বছরে ৩৭.১৬ লক্ষ কোটি টাকা নির্ধারিত হয়েছিল।

  • পরিকল্পনা কমিশন দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্বের প্রচলিত এক উন্নয়ন উপস্থাপনা পদ্ধতির পরিবর্তে তিনটি পৃথক অর্থনৈতিক আঙ্গিক অবলম্বন করে । উচ্চকাঙ্খার আঙ্গিকে অর্থনৈতিক উন্নয়ণের হার বার্ষিক ৮ শতাংশ হবে । তথ্যগুলির মাধ্যমে সতর্ক করা হয়েছিল যে লগজ্যাম নীতির আঙ্গিকে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন (জি দি পি) উন্নয়নের হার কমে ৫-৫.৫ শতাংশ হতে পারে।

  • দ্বাদশ পরিকল্পনা শেষে দারিদ্রের অনুপাত ১০ শতাংশ নামিয়ে আনা এবং নন্‌ফার্ম ক্ষেত্রে ৫ কোটি কর্মসংস্থান সৃষ্টি করার প্রস্তাব করা হয়েছিল । পরিকাঠামো ক্ষেত্রে স্থূল অভ্যন্তরীণ উৎপাদনের ওই শতাংশ বিনিয়োগ করানোর চেষ্টা করা হবে বলা হয়েছিল।

  • অন্যান্য উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল প্রতি বছর এক মিলিয়ন হেক্টর জমি সবুজানয় করা এবং পরিকল্পনা কালে বাড়তি ৩০,০০০ এম ডব্লিউ শক্তি সৃষ্টি করার ক্ষমতা অর্জন করা।

  • জি ডি পি-র এমিস্‌ন্‌ ইন্টেন্সিটি কম্যানোর কথা প্রস্তাবিত হয়েছিল।

  • এই পরিকল্পনায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৮ শতাংশ এবং শিল্প উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১০ শতাংশ।