অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৯২-৯৭)
কেন্দ্রের রাজনৈতিক অস্থিরতা ও ব্যালেন্স অফ পেমেন্ট (বিওপি)-এর ক্ষেত্রে তীব্র সংকট এবং ১৯৯০-৯১ সালের মুদ্রাস্ফীতির ফলে অষ্টম পরিকল্পনা দু-বছর শুরু করা যায় নি।
মন্দা অর্থনইতিক পরিস্থিতির জন্য এই পরিকল্পনায় বিভিন্ন ইতিবাচক কার্যধারা গ্রহণ করা হয়েছিল এবং বার্ষিক গড় উন্নয়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫.৬ শতাংশ।
অষ্টম পরিকল্পনাকালে অর্থনীতির প্রধান কিছু ক্ষেত্রে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল কৃষি ও সংযুক্ত ক্ষেত্রে এবং শিল্প উৎপাদনে উন্নয়নের হার ছিল বেশি, আমদানি ও রপ্তানি ক্ষেত্রে উন্নয়ন হয়েছিল, ব্যাবসা এবং লেনদেন ব্যালান্সে ঘাটতির উন্নতি হয়েছিল।
অষ্টম পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এই যে এই পরিকল্পনার জাতীয় আয় বৃদ্ধির হার ছিল বার্ষিক ৬.৫ শতাংশ যা বার্ষিক লক্ষ্যমাত্রা ৫.৬ শতাংশ অপেক্ষা বেশি।