logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (NAFTA)


*নর্থ আমেরিকান অবাধ বাণিজ্য চুক্তি হল—একটি চুক্তি যা উত্তর আমেরিকায় ত্রিদেশিয় বাণিজ্য অঞ্চল গড়ে তোলার জন্য কানাডা, মেক্সিকো ও ইউ. এস. এ. সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ।

*১৯৪৪ সালে ১লা জানুয়ারি চুক্তিটি কার্যকরী হয় । কানাডা ইউ. এস .এ. অবাধ বাণিজ্য চুক্তি পরিবর্তিত হয়েছিল ইউ. এস. এ ও কানাডার মধ্যে চুক্তি নামে ।

*NAFTA-র দুটি অতিরিক্ত বিষয় ছিল যেমন—পরিবেশ সংক্রান্ত সহযোগিতার উপর চুক্তি (NAALC) এবং শ্রমিক সহযোগিতার চুক্তি (NAALC)

* NAFTA-র লক্ষ্য ছিল—ইউ. এস. এ, কানাডা এবং মেক্সিকোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের প্রতিবন্ধকতার অবলুপ্তি ঘটানো । ১৯১৪ সালে NAFTA-র কাজে পরিণত করার বিষয় ছিল মেক্সিকোর ইউ. এস. এ-কে অর্ধেক রপ্তানির উপর এবং ইউ. এস. এর মেক্সিকোকে রপ্তানি উপর অনতিবিলম্বে শুল্কের বিলুপ্তি করণ ।

*চুক্তি কাজে পরিণত হওয়ার দশ বছরের মধ্যে ইউ.এস.এ-মেক্সিকোর সব রকম শুল্ক-র অবলুপ্তি ঘটবে এবং ১৫ বছরের মধ্যে কিছু ইউ. এস. এ-র কৃষিভিত্তিক রপ্তানি ব্যতিক্রম থাকবে । বেশির ভাগ ইউ. এস. এ-কানাডার মধ্যে বাণিজ্য ইতিমধ্যেই শুল্ক মুক্ত হয়েছে ।

*NAFTA আরও ইচ্ছাপ্রকাশ করে শুল্ক বিহীন বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে এবং উৎপাদনের বৃদ্ধি বৃত্তি সংক্রান্ত সম্পদের রক্ষা করতে ।