নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (NAFTA)
*নর্থ আমেরিকান অবাধ বাণিজ্য চুক্তি হল—একটি চুক্তি যা উত্তর আমেরিকায় ত্রিদেশিয় বাণিজ্য অঞ্চল গড়ে তোলার জন্য কানাডা, মেক্সিকো ও ইউ. এস. এ. সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ।
*১৯৪৪ সালে ১লা জানুয়ারি চুক্তিটি কার্যকরী হয় । কানাডা ইউ. এস .এ. অবাধ বাণিজ্য চুক্তি পরিবর্তিত হয়েছিল ইউ. এস. এ ও কানাডার মধ্যে চুক্তি নামে ।
*NAFTA-র দুটি অতিরিক্ত বিষয় ছিল যেমন—পরিবেশ সংক্রান্ত সহযোগিতার উপর চুক্তি (NAALC) এবং শ্রমিক সহযোগিতার চুক্তি (NAALC)
* NAFTA-র লক্ষ্য ছিল—ইউ. এস. এ, কানাডা এবং মেক্সিকোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের প্রতিবন্ধকতার অবলুপ্তি ঘটানো । ১৯১৪ সালে NAFTA-র কাজে পরিণত করার বিষয় ছিল মেক্সিকোর ইউ. এস. এ-কে অর্ধেক রপ্তানির উপর এবং ইউ. এস. এর মেক্সিকোকে রপ্তানি উপর অনতিবিলম্বে শুল্কের বিলুপ্তি করণ ।
*চুক্তি কাজে পরিণত হওয়ার দশ বছরের মধ্যে ইউ.এস.এ-মেক্সিকোর সব রকম শুল্ক-র অবলুপ্তি ঘটবে এবং ১৫ বছরের মধ্যে কিছু ইউ. এস. এ-র কৃষিভিত্তিক রপ্তানি ব্যতিক্রম থাকবে । বেশির ভাগ ইউ. এস. এ-কানাডার মধ্যে বাণিজ্য ইতিমধ্যেই শুল্ক মুক্ত হয়েছে ।
*NAFTA আরও ইচ্ছাপ্রকাশ করে শুল্ক বিহীন বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে এবং উৎপাদনের বৃদ্ধি বৃত্তি সংক্রান্ত সম্পদের রক্ষা করতে ।