গ্রুপ-(G-8)
*গ্রুপ এইট বল বৃহৎ আটটি অর্থনৈতিক সরকারের গোষ্ঠী ।
*ফ্রান্স কর্তৃক ১৯৭৫ সালের সম্মেলনে এই গোষ্ঠী গঠিত হয় । ফ্রান্স ছয়টি সরকারকে এ বিষয়ে একত্রিত করেছিল । ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউনাইটেড কিংডম এবং ইউ. এস. এ. হল এই ছয়টি দেশ । এই ভাবে এই ছয়টি দেশ Graup of Six নামে নেতৃত্ব দান করে ।
*সম্মেলনটি Graup of Seven বা G7 নামে পরবর্তী বছর ১৯৯৭-এ কানাডাকে ধরে পরিচিতি লাভ করে । রাশিয়া এর সঙ্গে যুক্ত হওয়ায় এই সংস্থা G8 নামে অভিহিত হয় । ইউরোপীয়ান ইউনিয়ন G8 এর মধ্যেই প্রতিনিধিত্ব করে কিন্তু অতিথি সেবক হতে পারে না ও স্থানও পায় না ।
*সংগঠিত ভাবে G8 দেশসমূহ ২০১১ সালের বিশ্বায়নের নামমাত্র GDP-র ৫১% এবং বিশ্বায়ন GDP (PPP)-এর ৪২.৫% অন্তর্ভুক্ত করে ।
*নীচের নির্ধারিতভাবে প্রতি পঞ্জিকা বছরে G8-এর অতিথিসেবার দায়িত্বভাবে সদস্য দেশের মধ্যে ঘোরাফেরা করে । যেমন-ফ্রান্স, ইউ. এস. এ., ইউনাইটেড কিংডম, রাশিয়া, জার্মানি, জাপান, ইতালি এবং কানাডা । প্রেসিডেন্সি পদ গ্রহণকারী স্থির করবে মিটিং, আলোচনা সূচি, সম্মেলন স্থান প্রভৃতি অনুষ্ঠিত হবে ।
*পরবর্তীকালে ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম পাঁচটি উন্নয়নশীন দেশকে সঙ্গে নিয়ে এর বৃদ্ধি ঘটানোর ইচ্ছা প্রকাশ করেছে । এবং এদের আউটরিচ ফাইভ (O5) বা প্লাস ফাইভ বলা হয়েছে । আর এই দেশগুলি হল ব্রাজিল, পিপল’স্ রিপাবলিক অফ চায়না, ভারত, মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা । এই দেশগুলি আগের সম্মেলনে অথিতি হিসাবে যোগদান করেছিল যাকে বলা হয় 8+5 ।
*২০০৮ ওয়াশিংটন সম্মেলনে গুরুত্বে G-20 সঙ্গে অর্থনীতি বৃদ্ধি পাপ্ত হয় । ২০০৯ সালের সেপ্টম্বর মাসে পিটসবার্গ সম্মেলনে এই গোষ্ঠীর নেতৃবৃন্দ ঘোষণা করে যে ধনী দেশগুলির প্রধান অর্থনৈতিক কাউন্সিল G8 কে পুনঃস্থাপিত করে ।