তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৬১-৬৬)
এই পরিকল্পনা শুরুর সময়ে ধরে নেওয়া হয়েছিল যে ভারতীয় অর্থনীতি শেষ পর্যায়ে প্রবেশ করেছে । সেই কারণে প্রথম লক্ষ্য ছিল অর্থনৈতিক দিক থেকে ভারতকের স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করে তোলা।
প্রথম দুটি পরিকল্পনা অভিজ্ঞতা থেকে এটাই উপলব্ধি হয়েছিল যে কৃষিকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন রপ্তানি ও শিল্পের চাহিদা মেতানোর জন্য।
পরিকল্পনা অন্যান্য উদ্দেশ্যগুলি হল, বুনিয়াদি শিল্পের সম্প্রসাণ, দেশের মানবিক সম্পদের পরিপূর্ন ব্যবহার এবং আয় ও সম্পদের বৈষম্য হ্রাস করা।
বৈদেশিক সাহয্যের (ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড) উপর ণীর্ভরতা বৃদ্ধি পেয়েছিল।
পুরোপুরি বর্থ হয়েছিল অদৃষ্টপূর্ব দুর্ভাগ্যের কারণে যেমন, চিনের আগ্রাসন (১৯৬২), ভারত-পাক যুদ্ধ (১৯৫৫), গত ১০০ বছরে না হওয়া প্রচন্ড খরা (১৯৬৫-৬৬)।
পাঁচ বছরে মূল্যবৃদ্ধি ঘটেছিল ৩৬ শতাংশ।
এক্ষেত্রে তৃতীয় পরিকল্পনা সবদিক দিয়েই ব্যর্থ হয়েছিল।