logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

উপসাগরি (গালফ্‌) সহযোগীতা সংস্থা (Gulf Cooperation Council)


*উপসাগরীয় সহযোগীতা সংস্থা ১৯৮১ সালে স্থাপিত হয় । পারস্য উপসাগরীয় সীমান্তে এই সংস্থাটি হল আরব রাষ্ট্রগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা বা সমিতি । এই রাষ্ট্রগুলি হল বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং ইউনাইটেড আর এমিরেটস ।

*এই অঞ্চিলে পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির প্রকাশ ঘটেছিল; এর মূল কারণ তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধিতে রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায় তা সঙ্গে বিনিয়োগও আকস্মিকভাবে বৃদ্ধি পায় এবং তার সঙ্গে বেশ কয়েক যুগের সঞ্চিত পেট্রোলিয়াম-এর রাজস্ব যোগ হয় ।

*কর কাঠামো এবং অর্থনৈতিক ভিত গঠনে UAE-র বিনিয়োগ সহ ও আবুধাবি বিনিয়োগ সংস্থা সহ ৯০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সৃষ্টি হয় । এর সঙ্গে অন্যান্য আঞ্চলিক অর্থের পরিমাণও কয়েক শত বিলিয়ন ডলার অধিকর্তাদের হাতে মজুত আছে ।

*এই অঞ্চলে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে যেমন দোহায় ২০০৬ সালে এশিয়ান গেমসের অনুষ্ঠান হওয়া । কাতার ও দোহার ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য অসফল দরখাস্ত দাখিল করা । কাতার পরে ২০২২ সালের জন্য FIFA বিশ্বকাপ খেলার অতিথিসেবক দেশ হিসাবে মনোনীত হয়েছে ।

*২০১২ সালের ৬ই মার্চ গালফ কাউন্সিল সংস্থার ৬টি সদস্য দেশ সম্ভবত আরব গণতত্রের রাজনৈতিক অসন্তোষ এবং এই অঞ্চলে ইরানের প্রভাব ও চাপে ঘোষণা করা হয় যে গালফ কো-অপারেশন কাউন্সিল আঞ্চলিক সংস্থা থেকে কনফেডারেশন (সংঘ)-এ বিকশিত হবে । প্রকাশিত হয়েছে ।