উপসাগরি (গালফ্) সহযোগীতা সংস্থা (Gulf Cooperation Council)
*উপসাগরীয় সহযোগীতা সংস্থা ১৯৮১ সালে স্থাপিত হয় । পারস্য উপসাগরীয় সীমান্তে এই সংস্থাটি হল আরব রাষ্ট্রগুলির রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা বা সমিতি । এই রাষ্ট্রগুলি হল বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং ইউনাইটেড আর এমিরেটস ।
*এই অঞ্চিলে পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির প্রকাশ ঘটেছিল; এর মূল কারণ তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধিতে রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায় তা সঙ্গে বিনিয়োগও আকস্মিকভাবে বৃদ্ধি পায় এবং তার সঙ্গে বেশ কয়েক যুগের সঞ্চিত পেট্রোলিয়াম-এর রাজস্ব যোগ হয় ।
*কর কাঠামো এবং অর্থনৈতিক ভিত গঠনে UAE-র বিনিয়োগ সহ ও আবুধাবি বিনিয়োগ সংস্থা সহ ৯০০ বিলিয়ন ডলারের বেশি মূলধন সৃষ্টি হয় । এর সঙ্গে অন্যান্য আঞ্চলিক অর্থের পরিমাণও কয়েক শত বিলিয়ন ডলার অধিকর্তাদের হাতে মজুত আছে ।
*এই অঞ্চলে একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে যেমন দোহায় ২০০৬ সালে এশিয়ান গেমসের অনুষ্ঠান হওয়া । কাতার ও দোহার ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য অসফল দরখাস্ত দাখিল করা । কাতার পরে ২০২২ সালের জন্য FIFA বিশ্বকাপ খেলার অতিথিসেবক দেশ হিসাবে মনোনীত হয়েছে ।
*২০১২ সালের ৬ই মার্চ গালফ কাউন্সিল সংস্থার ৬টি সদস্য দেশ সম্ভবত আরব গণতত্রের রাজনৈতিক অসন্তোষ এবং এই অঞ্চলে ইরানের প্রভাব ও চাপে ঘোষণা করা হয় যে গালফ কো-অপারেশন কাউন্সিল আঞ্চলিক সংস্থা থেকে কনফেডারেশন (সংঘ)-এ বিকশিত হবে । প্রকাশিত হয়েছে ।