চলমান পরিকল্পনা (১৯৭৮-৮০)
২টি ষষ্ঠ পরিকল্পনা তৈরি হ্যেছিল-একটি জনতা সরকার দ্বারা (৭৮-৮৩) যা মাত্রন ২ বছরের জন্য কার্যকর ছিল এবং অপরটি তৈরি হয়েছিল ১৯৮০ সালে কংগ্রেস ক্ষমতায় আসার পর।
জনতা সরকারের পরিকল্পনাকে চলমান পরিকল্পনা (রোলিং প্ল্যান) বলা হয়।
এই পরিকল্পনার লক্ষ্য ছিল কৃষি ও সংযুক্ত ক্ষেত্রে কাজের সুযোগ বৃদ্ধি করা, ব্যক্তিগত ও ছোটো শিল্পগুলিকে নিত্য ব্যবহার্য দ্রব্য তৈরিতে উৎসাহ দান এবং ‘’ন্যূনতম চাহিদা পূরন করা’’ কাজের মাধ্যমে সমাজের দরিদ্রতম শ্রেণির আয় বৃদ্ধি করা।