BRICS
*BRICS হল—২০১০ সালে দক্ষিণ আফ্রিকার উত্থান সহ পরবর্তী অতিপ্রয়োজনীয় মুখ্য অর্থনীতির মিতব্যয়িতার জন্য এই সংস্থাটির নামকরণ করা হয় ।
*২০১২ সালে এর সদস্য সংখ্যা হল পাঁচ। এই পাঁচ সদস্য দেশগুলি হল—ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা ।
*সম্ভবত রাশিয়া ছাড়া BRICS-এর বিশ্বায়ণ বিষয়ে তাৎপর্যপূর্ণ প্রভাব নির্ণয়ই মূল উদ্দেশ্য ।
*পাঁচটি BRICS অন্তর্ভুক্ত দেশগুলির জনসংখ্যা প্রায় ৩ বিলিয়ন এবং যুগ্ম নূন্যতম GDP হল ১৩.৭ ট্রিলিয়ন ইউ. এস. ডলার এবং প্রায় ৪ ট্রিলিয়ন ইউ. এস. ডলার বৈদেশিক মুদ্রা হিসাবে সংরক্ষিত ।