দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল (SAFTA)
২০০৪ সালের ৬ই জানুয়ারি দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয় । বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে শুল্ক ও ব্যাবসা-বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে । দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে মুক্ত অঞ্চল হিসাবে সৃষ্টি করেছে ।
২০০৬ সালে ১লা জানুয়ারি দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চলের চুক্তি ফল্প্রসূ হয় এবং সাতজন সরকারের দ্বারা চুক্তি অনুমোদনের নিম্নলিখিত নোটিশ জারি করা হয় ।
SAFTAদক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা উন্নয়ন দেশগুলি প্রয়োজন বোধ করে যে ২০০৭ সালের মধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় দ্রব্যসামগ্রীর উপর শুল্ক ২০%-এ নামিয়ে আনতে পারে । ২০১২ সালে অর্থাৎ শেষ পাঁচ বছরে ২০% শুল্ককে (০) শূন্যে কমিয়ে আনবে । সর্বাপেক্ষা কম উন্নয়নশীল দেশগুলি (নেপাল, ভুটান,বাংলাদেশ, আফগানিস্তান এবং মালদ্বীপ) অতিরিক্ত তিন বছরের মধ্যে শুল্ক কমিয়ে শূন্যে (০) নিয়ে আসবে ।
২০০৯ সালে ভারত ও পাকিস্তান চুক্তি এক কার্যকরী করে (শুল্ক হ্রাস করে শূন্যে (০) নিয়ে আসে) যেখানে SAARC-এর অষ্টম সদস্য দেশ ২০১১ সালের ৪ঠা মে SAFTA চুক্তি হ্রাস করে ।
এই চুক্তির মূল উদ্দেশ্য হল দ্রব্যসামগ্রীর মুক্তাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি করা । এই চুক্তিবদ্ধ দেশগুলি যেন সমান সুযোগ পাপ্ত হয় । দেশের লোকের মধ্যে স্বচ্ছতা ও একতা আনাই এর মূল লক্ষ্য সর্বাপেক্ষা কর্ম উন্নয়শীল দেশগুলিকে শুল্ক কমিয়ে এই প্রতিবন্ধকতা দূর করে বিশেষ সুযোগ দান করে SAARC ভুক্ত দেশগুলির ব্যাবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা ।