দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৫৬-৬১)
মহলানবিশ পরিকল্পনা নামে পরিচিত এই পরিকল্পনার প্রধান কারিগর ছিলেন পি. সি. মহলানবিশ । এই পরিকল্পনা ছিল ১৯২৮ সালের সোভিয়েতের ফেল্ডম্যানের মডেলের উপর ভিত্তি করে।
এটি আওর্থনৈতিক স্থিরতার উপর গুরুত্ব আরোপ করেছিল । প্রথম পরিকল্পনায় কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় পূর্ণ হওয়ায় দ্বিতীয় পরিকল্পনায় কৃষিক্ষেত্রে গুরুত্ব পেয়েছিল।
এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল দ্রুত শিল্পায়ন বিশেষ করে বুনিয়াদি ও ভারী শিল্পে যেমন লৌহ ও ইস্পাত শিল্প, ভারী রাসায়নিক শিল্প অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ সার কারখনা, ভারী কারিগরি এবং যন্ত্রপাতি তৈরির কারখানা।
তাছাড়া ১৯৫৬ সালের শিল্প নীতিতে সরকারি ক্ষেত্রকে গুরুত্ব আরোপ করা হয়েছিল এবং সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গিঠন অর্থনৈতিক নীতির মূল উদ্দেশ্য হিসাবে গৃহীত হয়েছিল।
প্রচুর আমদানির ফলস্বরূপ বৈদেশিক অর্থের ভাণ্ডারে ঘাটতি হয়েছিল এবং বৈদেশিক ঋণের বোঝা বেড়ে গিয়েছিল । কৃষির পরিবর্তে শিল্পকে খুবই তাড়াতাড়ি বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
এই পরিকল্পনার সময় মুদ্রাস্ফীতি বেড়েছিল ৩০ শতাংশ যেখানে প্রথম পরিকল্পনায় মুদ্রাস্ফীতি ১৩ শতাংশ কমেছে।