logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (A.D.B)


*এশিয়ার দেশ সমূহের অর্থনৈতিক উন্নতিকরণে ১৯৬৬ সালের ২২শে আগস্ট এ. ডি. বি. প্রতিষ্ঠিত হয় । এশিয়ার জন্য ইউনাইটেড নেশনস্‌ ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন এবং প্যাসিফিক পূর্বে যার নামছিল ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন (যা এশিয়া এবং সুদূর প্যাচ্য)-এর সদস্যদের অনাঞ্চলিক দেশসমূহের সদস্যদেরও প্রবেশাধিকার ভুক্ত করা হয় ।

*প্রতিষ্ঠার সময় ৩১টি দেশ সদস্যভুক্ত ছিল । বর্তমানে এর সদস্য সংখ্যা ৬৭ । এবং ৪৮ টি দেশ হল এশিয়ার আর ১৯টি দেস হল প্যাসিফিক এবং বাইরের দেশ মিলিত ভাবে ।

*ADB-র পরিকাঠামো বিশ্বব্যাংকের মতোই । এর ভোটাদান প্রথাও একই রকমের । ভোট বণ্টন হয় সদস্যদের মূলধন চাঁদার অনুপাত অনুসারে । বর্তমানে ইউ. এস. এ এবং জাপান উভয়ই ৫৫২, ২১০টি শেয়ারের অধিকারী এটি হল শেয়ারের বৃহত্তম অনুপাত (১২.৭৫৬%) । চিনের শেয়ার হল ২২৮০০০টি (৬.৪২৯%), ভারতের শেয়ারের সংখ্যা হল ২২৪.০১০টি (৬.৩১৭%) এবং এই দুটি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম অংশ ।

*ব্যাংকের প্রধান কার্যালয় ফিলিপাইন্সের ম্যানিলার অবস্থিত ।

*ADBপরিকল্পনা ও কর্মসূচির উন্নতির জন্য অর্থ ও প্রযুক্তিবিদ্যা দিয়ে সহযোগিতা করে । উন্নতি সাধনের জন্য সরকারি ও বেসরকারি ভাবে অর্থ বিনিয়োগ করে সাহস জুগিয়ে থাকে । উন্নয়নশীল সদস্য দেশগুলিকে উন্নতি সাধনের উদ্দেশ্যে সহযোগিতা ও সাহায্য করে থাকে ।