এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (A.D.B)
*এশিয়ার দেশ সমূহের অর্থনৈতিক উন্নতিকরণে ১৯৬৬ সালের ২২শে আগস্ট এ. ডি. বি. প্রতিষ্ঠিত হয় । এশিয়ার জন্য ইউনাইটেড নেশনস্ ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন এবং প্যাসিফিক পূর্বে যার নামছিল ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশন (যা এশিয়া এবং সুদূর প্যাচ্য)-এর সদস্যদের অনাঞ্চলিক দেশসমূহের সদস্যদেরও প্রবেশাধিকার ভুক্ত করা হয় ।
*প্রতিষ্ঠার সময় ৩১টি দেশ সদস্যভুক্ত ছিল । বর্তমানে এর সদস্য সংখ্যা ৬৭ । এবং ৪৮ টি দেশ হল এশিয়ার আর ১৯টি দেস হল প্যাসিফিক এবং বাইরের দেশ মিলিত ভাবে ।
*ADB-র পরিকাঠামো বিশ্বব্যাংকের মতোই । এর ভোটাদান প্রথাও একই রকমের । ভোট বণ্টন হয় সদস্যদের মূলধন চাঁদার অনুপাত অনুসারে । বর্তমানে ইউ. এস. এ এবং জাপান উভয়ই ৫৫২, ২১০টি শেয়ারের অধিকারী এটি হল শেয়ারের বৃহত্তম অনুপাত (১২.৭৫৬%) । চিনের শেয়ার হল ২২৮০০০টি (৬.৪২৯%), ভারতের শেয়ারের সংখ্যা হল ২২৪.০১০টি (৬.৩১৭%) এবং এই দুটি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম অংশ ।
*ব্যাংকের প্রধান কার্যালয় ফিলিপাইন্সের ম্যানিলার অবস্থিত ।
*ADBপরিকল্পনা ও কর্মসূচির উন্নতির জন্য অর্থ ও প্রযুক্তিবিদ্যা দিয়ে সহযোগিতা করে । উন্নতি সাধনের জন্য সরকারি ও বেসরকারি ভাবে অর্থ বিনিয়োগ করে সাহস জুগিয়ে থাকে । উন্নয়নশীল সদস্য দেশগুলিকে উন্নতি সাধনের উদ্দেশ্যে সহযোগিতা ও সাহায্য করে থাকে ।