logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ সমূহ (OPEC)


*পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলি হল বারোটি পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশের সংগঠন । এই সংগঠনে অন্তর্ভুক্ত দেশগুলি হল-আলজিরিয়া, অ্যাঙ্গোলা, ইকুয়েডর, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, সংযুক্তি আমিরশাহ এবং ভেনেজুয়েলা । ইন্দোনেশিয়া পুরোপুরি তৈল আমদানিকারক হওয়ায় ২০০৮ সালে সদস্যপদ তুলে নেয়, কিন্তু যদি কখনও রপ্তানিকারক দেশ হয় তখন সদস্যপদ গ্রহণ করবে ।

প্রধান কার্যালয়

*ভিয়েনাঃ আন্তর্জাতিক বাজারে ক্ষতিকর ও অপ্রয়োজনী তেলের দাম অঠা-নামা বন্ধ করে তেলের দামকে স্থিতিস্থাপক করা সুনিশ্চিত করে সব সময়ে তেল উৎপাদনকারী দেশগুলিকে স্থিতিশীল দাকের প্রতি সম্মান প্রদান করে এবং পেট্রোলিয়াম সঠিক এবং প্রতিনিয়ত সরবরাহ যাতে পেট্রোলিয়াম ভোগকারী দেশ সমূহ পায় সেদিকে লক্ষ রাখে আর পেট্রোলিয়াম শিল্পে বিনিয়োগকারীরা সঠিক অর্থ ফেরত পায় সেদিকেও নজর দেয় ।

*OPEC সদস্যগণ সম্মিলিতভাব মোট খনিজ তেলে ৭৯% ধরে রাখে এবং বিশ্বয়ান বাজারে ৪৪% খনিজ তেল উত্তোলন ক্ষমতা থাকে এবং এর উপর নিয়ন্ত্রণ রাখে ।

*Organisation of Economic Cooperation and Development (OECD) হল পরবর্তী তেল উৎপাদন গোষ্ঠী পরবর্তী সোভিয়েত দেশ উৎপাদন করে মাত্র ২৩.৮% এবং ১৪.৮% তৈল উৎপাদন করে পৃথিবীর বাকি দেশগুলি ।