চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৬৯-৭৮)
চতুর্থ পরিকল্পনা গঠন করা হয়েছিল দুটি মূল উদ্দেশ্য সামনে রেখে- স্থায়িত্ব সহ উন্ন্য এবং স্বয়ম্ভরটা অর্জনের জন্য উন্নতি।
কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির হারের উপর প্রধান গুরুত্ব দেওয়া হয় যাতে একটি শৃঙ্খলাবদ্ধ প্রতিক্রিয়া শুরু হতে পারে।
প্রথম দু বছর রেকর্দ পরিমাণ উংপাদন সহ ভালোমন্দের কেটেছিল কিন্তু শেষ তিন বছর কম বৃষ্টির জন্য পুরোপুরি ব্যর্থ হয়।
১৯৭১ সালে ভারত পাক যুদ্ধের আগে ও পরে বাংলাদেশই শরণার্থীদের চাপ সামলাতে হয়েছিল।
পরিকল্পনাধীন সময়ে দ্রব্যমূল্য শতকরা ৬১ ভাগ বৃদ্ধি পেয়েছিল।