এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC)
*এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশান (APEC) ২১টি প্রশান্ত মহাসাগরীর প্রান্ত দেশসমূহ নিয়ে গঠিত একটি সংস্থা (আগে সদস্য সীমিত) যা এশিয়া প্যাসিফিক অঞ্চল বরাবর অবাধ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার উন্নতি করণই লক্ষ্য ।
*১৯৮৯ সালে প্রতিষ্ঠীত এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্বাধীনতা লাভের পর অর্থনৈতিক উন্নতি করণে গঠিত এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে আঞ্চলিক অর্থনৈতিক গোষ্ঠীর আগমনে (যেমন ইউরোপীয়ান ইউনিয়ন) APEC জীবনযাত্রার মা উন্নয়নে ও শিক্ষা বিস্তারে অনুমোদনযোগ্য অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলির মধ্যে একতা বোধের এবং অংশ গ্রহণের পথ পরিপুষ্ট করে ।
*পৃথিবীর জনসংখ্যার প্রায় ৪০% এর সদস্যভুক্ত এবং মোট পৃথিবীর স্বদেশজাত ৫৮% উৎপাদিত দ্রব্যসামগ্রী ও প্রায় ৪৪% বিশ্ববাণিজ্য-এর গুরুত্ব ব্যাখ্যা করে ।
*বাৎসরিক APEC এর অর্থনৈতিক নেতৃবৃন্দের সম্মেলনে APEC সদস্য দেশের সকল সরকারের প্রধানগণ এখানে হয় একমাত্র তাইওয়ান ছাড়া (কারণ তাইওয়ানের নাম চাইনিজ তাইপেই) ।
*সদস্য দেশগুলি মোট ২১টি । এগুলি হল—ইস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, চিন, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ, কোরিয়া, মালিয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিমি, পেরু, ফিলিপাইনস, তাইওয়ান, থাইল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট অফ ভিয়েতনাম ।