logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ভারতের অর্থনীতি

ভারতের অর্থনীতি

ভূমিকা

ভারতের পরিকল্পনার ইতিহাস পঞ্চবার্ষিকী পরিকল্পনা বেকারত্ব ভারতের দারিদ্র্য

সরকারি উদ্যোগ

সরকারি উদ্যোগ ভারতের বিভিন্ন উন্নয়ন ভারতের জাতীয় আয় কৃষি সবুজ বিপ্লব ভারতীয় কর কাঠামো

আন্তর্জাতিক সংগঠন সমূহ

আন্তর্জাতিক সংগঠন সমূহ আন্তর্জাতিক অর্থনৈতিক ভাণ্ডার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্থা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ গ্রুপ 8(G-8) গ্রুপ 20(G-20) OECD BRICS ইউরোপীয়ান ইউনিয়ন NAFTA APEC এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন BENELUX MERCOSUR উপসাগরি সহযোগিতা সংস্থা কেন্দ্রীয় আমেরিকা অখণ্ডতা পদ্ধতি

ভারতীয় অর্থনীতির বিবর্তন

আদমশুমারি-২০১১ ভারতে জনসংখ্যা বৃদ্ধি

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (APEC)


*এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশান (APEC) ২১টি প্রশান্ত মহাসাগরীর প্রান্ত দেশসমূহ নিয়ে গঠিত একটি সংস্থা (আগে সদস্য সীমিত) যা এশিয়া প্যাসিফিক অঞ্চল বরাবর অবাধ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার উন্নতি করণই লক্ষ্য ।

*১৯৮৯ সালে প্রতিষ্ঠীত এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্বাধীনতা লাভের পর অর্থনৈতিক উন্নতি করণে গঠিত এবং পৃথিবীর অন্যান্য প্রান্তে আঞ্চলিক অর্থনৈতিক গোষ্ঠীর আগমনে (যেমন ইউরোপীয়ান ইউনিয়ন) APEC জীবনযাত্রার মা উন্নয়নে ও শিক্ষা বিস্তারে অনুমোদনযোগ্য অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলির মধ্যে একতা বোধের এবং অংশ গ্রহণের পথ পরিপুষ্ট করে ।

*পৃথিবীর জনসংখ্যার প্রায় ৪০% এর সদস্যভুক্ত এবং মোট পৃথিবীর স্বদেশজাত ৫৮% উৎপাদিত দ্রব্যসামগ্রী ও প্রায় ৪৪% বিশ্ববাণিজ্য-এর গুরুত্ব ব্যাখ্যা করে ।

*বাৎসরিক APEC এর অর্থনৈতিক নেতৃবৃন্দের সম্মেলনে APEC সদস্য দেশের সকল সরকারের প্রধানগণ এখানে হয় একমাত্র তাইওয়ান ছাড়া (কারণ তাইওয়ানের নাম চাইনিজ তাইপেই) ।

*সদস্য দেশগুলি মোট ২১টি । এগুলি হল—ইস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, চিন, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ, কোরিয়া, মালিয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিমি, পেরু, ফিলিপাইনস, তাইওয়ান, থাইল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেট অফ ভিয়েতনাম ।