নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৯৭-২০০২)
নবম পরিকল্পনা গঠিত হয়েছিল চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ রেখে-জীবনযাত্রার গুণগত মান উন্নয়ন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, আঞ্চলিক ভারসাম্য এবং স্বনির্ভরতা।
এই পরিকল্পনায় স্থূল অভ্যন্তরীণ উৎপাদন (জি ডি পি) বৃদ্ধির বার্ষিক হার ছিল ৫.৪ শতাংশ যা লক্ষ্যমাত্রা বার্ষিক ৬.৫ শতাংশ।
কৃষি উৎপাদন বৃদ্ধির হার ছিল বার্ষিক ২.১ শতাংশ যা লক্ষ্যমাত্রার বার্ষিক ৪.২ শতাংশ অপেক্ষা কম।
শিল্প উৎপাদন বৃদ্ধির বার্ষিক হার ছিল ৪.৫ শতাংশ যেখানে লক্ষ্যমাত্রা ছিল বার্ষিক ৩ শতাংশ।
রপ্তানি বৃদ্ধির বার্ষিক হার হল গড়ে ৭.৪ শতাংশ (লক্ষ্যমাত্রা ছিল ১৪.৫৫ শতাংশ) এবং আমদানি বৃদ্ধির বার্ষিক হার হল ৬.৬ শতাংশ (লক্ষ্যমাত্রা ছিল ১২.২ শতাংশ)।
পরিসেবা বৃদ্ধির বার্ষিক হার ছিল ৭.৮ শতাংশ।