ইউরোপীয়ান ইউনিহন (EU)
*ইউরোপীয়ান ইউনিয়ন হল ২৮টি দেশের সদস্য সহ এক অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন যা প্রাতমিক ভাবে ইউরোপে অবস্থিত ছিল ।
*ইউরোপীয়ান স্টিল ও ইউরোপীয়ান কোল এবং ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী বা প্রতিষ্ঠান থেকে এর উৎস অনুধান করা হয় । ১৯৫৮ সালে ৬টি দেশ নিয়ে এও সংগঠনটি গঠিত হয় ।
*মধ্যবর্তী বছরগুলিতে নতুন সদস্য দেশ দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে এবং গতিলাভ করেছে এবং নীতি ও প্রকল্প বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে ।
*ম্যাসট্রিক চুক্তি ১৯৯৩ সালে বর্তমান নামে ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়েছে । ২০০৯ সালে সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ইউরোপীয়ান ইউনিয়ন এর নাম ট্রিটি অফ লিসবন নামে নামাঙ্কিত হয়েছে ।
*দি ইউরোপীয়ান কমিশন, দি কাউন্সিল অফ দি ইউরোপীয়ান ইউনিয়ন, দি ইউরোপীয়ান কাউন্সিল, দি কোর্ট অফ জাস্টিস অফ দি ইউরোপীয়ান ইউনিয়ন এবং দি ইউরোপীয়ান সেন্টার ব্যাংক এই সংস্থাগুলি ইউরোপীয়ান ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছে ।
*সমস্ত সদস্য দেশে আইন প্রণয়নের উৎকর্ষ অনুযায়ী একক বাজারের মাধ্যমে ইউরোপীয়ান-এর উন্নতি সাধন করা হয়েছে ।
*চেনজেন অঞ্চলের মধ্যে (ইউরোপীয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত ও বহির্ভূত দেশ) পাসপোর্ট প্রথার বিলুপ্তি সাধন ঘটানো হয়েছে ।
*ইউরোপীয়ান নীতির মূল উদ্দেশ্য হল-স্বাধীন ভাবে লোকজনের দ্রব্যসামগ্রীর, কাজকর্ম এবং মূলধনের লেনদেন বিষয়ে সুনিশ্চিত করা ।
*বিচার ব্যাবস্থায় আইন প্রণয়ন স্বরাষ্ট্র বিষয়ে কার্যকরী করা এবং ব্যাবসা বাণিজ্যে, কৃষিব্যবস্থায়, মৎসচাষে, এবং আঞ্চলিক উন্নয়নে সাধারণ নীতি সুরক্ষিত করা ।
*অর্থনৈতিক সংস্থা ‘দি ইউরোজোন’ ১৯৯৯ সালে স্থাপিত হয় । ইউরো হল-ইউরোপীয়ান ইউনিয়নের ২৮টি সদস্য দেশের মধ্যে ১৮টি দেশের শড়কারই মুদ্রা । ইউরোজোনের দেশগুলি হল—অস্টিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স্, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লুক্সেমবার্গ, মালটা, নেদারল্যান্ড, পোর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন ।
*২০১৩ সালে ইউরোপীয়ান ইউনিয়ন ৫০০ মিলিয়ন বসবাসকারী যুগ্ম লোকসংখ্যা বা বিশ্বের ৭.৩% লোকসংক্যা এবং ন্যূনতম১৭.২ ট্রিলিয়ন ইউ. এস. ডলার (পৃথিবীর যে-কোনো একক দেশ অপেক্ষা বৃহত্তর অংশ) এবং বিশ্বের ২০% GDP প্রতিনিধিত্ব করে যখন ক্ষমতা ক্রয়ের তুল্য পরিমাপ করা হয় ।