তিনটি বার্ষিক পরিকল্পনা (১৯৬৬-৬৯)
চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার রূপরেখা ১৯৬৬ সালে গঠিত হলেও পরিত্যক্ত হয় অর্থনীতি উপর উদ্ভূত পরিস্থিতির চাপে যেমন, দু বছরের খরা, যুদ্ধ, টাকার অবমূল্যায়ন এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি । পরিবর্তে এই তিন বছর (১৯৬৬-১৯৬৯) তিনটি বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়।
কৃষিক্ষেত্রে সর্বব্যাপী সংকট এবং প্রচন্ড খাদ্যাভাবের জন্য বার্ষিক পরিকল্পনা গুলিতে কৃষিতে প্রয়োজনীয় গুরুত্ব আরোপ করা হয়েছিল।
এই বার্ষিক পরিকল্পনাগুলিতে কৃষিজাত উৎপাদনে সংকট কাটাতে এক পুরোপুরি ন্তুন কৃষি পদ্ধতি অবলম্বন করা হয় যা অন্তর্ভুক্ত করে বিস্তারিতভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উচ্চ উংপাদনশীল বিভিন্ন (এইচ ওয়াই ভিজ )বীজের বন্টন, যথেষ্ট পরিমাণে সারের ব্যবহার, সেচ ব্যবস্থার পূর্ণ সুযোগ গ্রহণ এবং মাটি সংরক্ষণ।
পরিকল্পনামাফিক উন্নতির রাস্তা সুগ্ম করতে তৃতীয় পরিকল্পনায় অর্থনীতি যে ধাক্কা খেয়েছিল এই বার্ষিক পরিকল্পনাগুলিতে মূলত তারি সামলানো হয়েছিল।