সৈয়দ বংশ
সৈয়দ বংশ
দিল্লির সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিল খিজির খাঁ (১৪১৪-২০)। তিনি সুলতানি যুগের একমাত্র ব্যক্তি যিনি স্বাধীন সুলতানি নরপতি উপাধি ধারণ করেছিলেন। তিনি দিল্লিতে ইসলামিক পরিবেশ তৈরি করেছিলেন।
তৈমুর যে ভারত আক্রমণের জন্য সাম্রাজ্য করেছিল যার ফলে তাকে লাহোর, সুলতান ও দিপালপুর এর শাসন ক্ষমতা দেওয়া হয়। তখন তার দিল্লি অধিকার নিতে সুবিধা হয় এবং কয়েক সপ্তাহের মধ্য তিনি দিল্লির সুলতান রূপে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি রাজা উপাধি গ্রহণ না করে নিজেকে রায়ত-ই-আলা বলে ঘোষণা করেন।
১৪২১ খ্রিঃ তার মৃত্যু হলে তার পুত্র মুবারক ‘শাহরুখ’ উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন।
খিজির খাঁ এর পরবর্তী রাজাগণ মুবারক শাহ (১৪২৭-৩৩), মহম্মদ শাহ (১৪৩৪-৪৩)এবং আলাউদ্দিন আলম শাহ (১৪৪৩-৫১)।
সৈয়দ বংশ মাত্র ৩৭ বছর রাজত্ব করেছিল। এর পর বহলুল লোদী সৈয়দ সাম্রাজ্য আক্রমণ করেন এবং সৈয়দ বংশের পতন ঘটে।
এই সময় ইয়াহিয়া-বিন-শিরহিন্দি তার বিখ্যাত গ্রন্থ তারিখ-ই-মুবারক শাহী রচনা করেন।