logo Menu
বাংলা ইতিহাস ভূগোল সাধারণ জ্ঞান গণিত ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান ইংরেজি ভারতের সংবিধান অর্থনীতি শিশু মনস্তত্ত্ব পরিবেশ কম্পিউটার
     ❯   

ইতিহাস চর্চা

ইতিহাস

প্রাচীন ভারত

প্রাগৈতিহাসিক যুগ সিন্ধু উপত্যকার সভ্যতা হরপ্পা সভ্যতা মহেন-জো-দারো সভ্যতা বৈদিক যুগ ঃ আর্য সভ্যতা প্রাগবৈদিক যুগ বা ঋগ্‌বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ মহাজনপদ বৌদ্ধ ও জৈন মগধ সাম্রাজ্য আলেকজান্ডার মৌর্য সাম্রাজ্য মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ মৌর্য পরবর্তী যুগ সংগম যুগ গুপ্ত সাম্রাজ্য অন্যান্য রাজবংশ এবং শাসকগণ

মধ্যযুগের ভারত

গজনির মহমুদ মহম্মদ ঘোরী পৃথ্বীরাজ চৌহান ইলাবরি রাজত্ব খলজি বংশ তুঘলক বংশ সৈয়দ বংশ লোদী বংশ ধর্মীয় আন্দোলন বিজয় নগর সাম্রাজ্য বাহমানি সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য আঞ্চলিক শক্তির উত্থান

আধুনিক ভারত

ইউরোপীয়োদের আবির্ভাব গভর্নর জেনারেল সিপাহি বিদ্রোহ ১৮৫৭ সামাজিক ও সাংস্কৃতিক উত্থান ভারতের রাজপ্রতিনিধি ভারতীয় জাতীয় আন্দোলন গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী কার্যকলাপ সাংবিধানিক উন্নয়ন ব্রিটিশ শিক্ষাব্যবস্থা আধুনিক শিক্ষাব্যবস্থা বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ

সৈয়দ বংশ


সৈয়দ বংশ

  • দিল্লির সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিল খিজির খাঁ (১৪১৪-২০)। তিনি সুলতানি যুগের একমাত্র ব্যক্তি যিনি স্বাধীন সুলতানি নরপতি উপাধি ধারণ করেছিলেন। তিনি দিল্লিতে ইসলামিক পরিবেশ তৈরি করেছিলেন।

  • তৈমুর যে ভারত আক্রমণের জন্য সাম্রাজ্য করেছিল যার ফলে তাকে লাহোর, সুলতান ও দিপালপুর এর শাসন ক্ষমতা দেওয়া হয়। তখন তার দিল্লি অধিকার নিতে সুবিধা হয় এবং কয়েক সপ্তাহের মধ্য তিনি দিল্লির সুলতান রূপে নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি রাজা উপাধি গ্রহণ না করে নিজেকে রায়ত-ই-আলা বলে ঘোষণা করেন।

  • ১৪২১ খ্রিঃ তার মৃত্যু হলে তার পুত্র মুবারক ‘শাহরুখ’ উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন।

  • খিজির খাঁ এর পরবর্তী রাজাগণ মুবারক শাহ (১৪২৭-৩৩), মহম্মদ শাহ (১৪৩৪-৪৩)এবং আলাউদ্দিন আলম শাহ (১৪৪৩-৫১)।

  • সৈয়দ বংশ মাত্র ৩৭ বছর রাজত্ব করেছিল। এর পর বহলুল লোদী সৈয়দ সাম্রাজ্য আক্রমণ করেন এবং সৈয়দ বংশের পতন ঘটে।

  • এই সময় ইয়াহিয়া-বিন-শিরহিন্দি তার বিখ্যাত গ্রন্থ তারিখ-ই-মুবারক শাহী রচনা করেন।